Cell Division and Cell Cycle( কোশ বিভাজন ও কোশচক্র) |রচনাধর্মী উত্তরভিত্তিক প্রশ্নোত্তর (LAQ)..
কোশ বিভাজন ও কোশচক্র
Cell Division and Cell Cycle
রচনাধর্মী উত্তরভিত্তিক প্রশ্নোত্তর (LAQ)
PART 2
- 1. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রাণী মাইটোসিস ও মিয়োসিস কোশ বিভাজনের মধ্যে পার্থক্য নিরূপণ করো। [MP '20]a.সম্পাদনের স্থান,b. ক্রোমোজোম বিভাজনের প্রকৃতি, c. উৎপন্ন কোশের সংখ্যা.
- 2. একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের নিম্নলিখিত অংশগুলোর গুরুত্ব ব্যাখ্যা করো।[3] [M.P.20]a. সেন্ট্রোমিয়ার, b. টেলোমিয়ার
- 3. প্রাণীকোশের মাইটোসিস কোশ বিভাজনের অ্যানাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো।a. মেরু অঞ্চল, b. বেমতন্তু, c. ক্রোমাটিড, d. সেন্ট্রোমিয়ার,[3+2=5] [M.P.19]
- 4. (i) একটি কোশচক্রের ইন্টারফেজের বিভিন্ন দশায় কী কী ধরনের রাসায়নিক উপাদান সংশ্লেষিত হয়? (ii) একটি কোশচক্রের বিভিন্নবিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কী ঘটতে পারে? [3+2-5] [M.P. '18]
- 5. একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গসংস্থানের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো।a. ক্রোমোজোম, b. সেন্ট্রোমিয়ার,c. নিউক্লিওলার অরগানাইজার, d. টেলোমিয়ার, [3+2=5] [MP 18]
- 6. (i) ক্রোমোজোম, DNA ও জিনের মধ্যে আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো।(ii) ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের মধ্যে নিম্নলিখিত দুটি বিষয়ের মধ্যে পার্থক্য লেখো।a. কুণ্ডলী, b. সক্রিয়তা [3+2=5] [MP '17]
- 7. একটি উদ্ভিদ কোশ বা একটি প্রাণীকোশের মাইটোসিস কোশবিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। a. মেরু অঞ্চল, b. বেমতন্তু, c. ক্রোমাটিড, d. সেট্রোমিয়ার [3+2=5] [MP 17, 20]
- 9. উদ্ভিদ কোশ ও প্রাণী কোশের সাইটোকাইনেসিসের পার্থক্য দেখাও। সাইটোকাইনেসিস না হলে কী হয়?[3+2=5]
- 10. (i) মাইটোসিস কোশ বিভাজনের তাৎপর্য বা গুরুত্ব ব্যাখ্যা করো। (ii) মাইটোসিস ও মিয়োসিসের পার্থক্য লেখো। [3+2=5]
1. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রাণী মাইটোসিস ও মিয়োসিস কোশ বিভাজনের মধ্যে পার্থক্য নিরূপণ করো। [MP '20]a.সম্পাদনের স্থান,b. ক্রোমোজোম বিভাজনের প্রকৃতি, c. উৎপন্ন কোশের সংখ্যা.
ANS .
মাইটোসিস ও মিয়োসিসের পার্থক্য (Differences between Mitosis and Meiosis) :
2. একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের নিম্নলিখিত অংশগুলোর গুরুত্ব ব্যাখ্যা করো।[3] [M.P.20]a. সেন্ট্রোমিয়ার, b. টেলোমিয়ার
ANS.
ইউক্যারিওটিক ক্রোমোজোমের বিভিন্ন অংশ :
(a) সেন্ট্রোমিয়ার :
সেন্ট্রোমিয়ার সিস্টার ক্রোমাটিডগুলোকে পরস্পরের সঙ্গে সংযুক্ত করে। কোশবিভাজনের সময় সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোর অংশে বেমতন্তুযুক্ত হয় এবং সিস্টার ক্রোমাটিড দুটিকে পৃথক করে কোশের মেরুর দিকে নিয়ে যায়।
(b) টেলোমিয়ার :
টেলোমিয়ার DNA প্রতিলিপি গঠনে সাহায্য করে, কাছাকাছি অবস্থিত ক্রোমোজোমগুলোর প্রান্ত জুড়ে যাওয়া প্রতিরোধ করে।
3. প্রাণীকোশের মাইটোসিস কোশ বিভাজনের অ্যানাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো।a. মেরু অঞ্চল, b. বেমতন্তু, c. ক্রোমাটিড, d. সেন্ট্রোমিয়ার,[3+2=5] [M.P.19]
ANS.
4. (i) একটি কোশচক্রের ইন্টারফেজের বিভিন্ন দশায় কী কী ধরনের রাসায়নিক উপাদান সংশ্লেষিত হয়? (ii) একটি কোশচক্রের বিভিন্নবিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কী ঘটতে পারে? [3+2-5] [M.P. '18]
ANS.
(i)কোশচক্রের ইন্টারফেজের বিভিন্ন দশায় রাসায়নিক উপাদানের সংশ্লেষণ :
✡️ ইন্টারফেজ :
এই পর্যায়ে কোশ বিভাজন ঘটে না। এই সময় বিভাজনের প্রস্তুতি পর্ব চলে। এই সময় DNA, RNA ও প্রোটিন সংশ্লেষণের কাজ সংঘটিত হয়। ইন্টারফেজে তিনটি দশা দেখা যায়। যথা—
(i) G, দশা বা গ্রোথ-1 দশা (G, stage) :
এই দশায় RNA ও প্রোটিন সংশ্লেষ হয়।
(ii) S দশা বা সংশ্লেষণ দশা (Sstage) :
এই দশায় DNA সংশ্লেষণ ঘটে।
(iii) G, দশা বা প্রোথ-G2 দশা (G2 stage) :
এই দশায় চরম বিপাকীয় সক্রিয়তা দেখা যায়। বিভিন্ন প্রকার RNA অণুর সংশ্লেষ ঘটে। বেমতন্তু গঠনকারী প্রোটিনের সংশ্লেষ ঘটে। নিউক্লিয়াস ও
সাইটোপ্লাজমের আয়তন বৃদ্ধি পায়।
(ii) কোশচক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কোশ বিভাজন অনিয়মিত হয়ে পড়বে। ফলে অতি দ্রুত কোশ বিভাজন ঘটবে ফলে যে কোশপুঞ্জ সৃষ্টি হয় তাকে টিউমার বলে। টিউমার যদি রক্তবাহের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়ে এবং নতুন টিউমার সৃষ্টি করে, তখন তাকে ম্যালিগন্যান্ট টিউমার ও নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ থাকলে তাকে বিনাইন টিউমার বলে। বিনাইন টিউমার ক্ষতিকারক নয়।
5. একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গসংস্থানের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো।a. ক্রোমোজোম, b. সেন্ট্রোমিয়ার,c. নিউক্লিওলার অরগানাইজার, d. টেলোমিয়ার, [3+2=5] [MP 18]
ANS.
6. (i) ক্রোমোজোম, DNA ও জিনের মধ্যে আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো।(ii) ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের মধ্যে নিম্নলিখিত দুটি বিষয়ের মধ্যে পার্থক্য লেখো।a. কুণ্ডলী, b. সক্রিয়তা [3+2=5] [MP '17]
ANS.
(i) ক্রোমোজোম, DNA ও জিনের আন্ত:সম্পর্ক : কোশবিভাজনের সময় নিউক্লিয়জালক বা ক্রোমাটিন সূত্র থেকে ক্রোমোজোমের সৃষ্টি হয়। ক্রোমোজোম প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড (DNA ও RNA) দিয়ে গঠিত। সুতরাং, DNA ক্রোমোজোমের অংশ। DNA-র প্রোটিন সংশ্লেষের সংকেত বহনকারী নির্দিষ্ট অংশ হল জিন। সুতরাং, ক্রোমোজোম, DNA ও জিন পরস্পর সম্পর্কিত।
নিউক্লিয় জালক → ক্রোমোজোম → DNA → জিন।
(ii) ✡️ ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের মধ্যে পার্থক্য :
7. একটি উদ্ভিদ কোশ বা একটি প্রাণীকোশের মাইটোসিস কোশবিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। a. মেরু অঞ্চল, b. বেমতন্তু, c. ক্রোমাটিড, d. সেট্রোমিয়ার [3+2=5] [MP 17, 20]
ANS.
8. মাইটোসিস ও মিয়োসিসের প্রধান পার্থক্যগুলি উল্লেখ করো। [5]
ANS.
মাইটোসিস ও মিয়োসিসের পার্থক্য (Differences between Mitosis and Meiosis) :
9. উদ্ভিদ কোশ ও প্রাণী কোশের সাইটোকাইনেসিসের পার্থক্য দেখাও। সাইটোকাইনেসিস না হলে কী হয়?[3+2=5]
ANS.
উদ্ভিদ কোশের সাইটোকাইনেসিস এবং প্রাণী কোশের সাইটোকাইনেসিসের পার্থক্য :
✡️ সাইটোকাইনোসিস না হলে কী হয়? :
নিউক্লিয়াস বিভাজনের পর সাইটোকাইনেসিস না ঘটলে দুটি অপত্য কোশ সৃষ্টি হবে না বরং একটি কোশেই নিউক্লিয়াসের সংখ্যা দ্বিগুণ হয়ে বাড়তে থাকবে। ফলে একাধিক নিউক্লিয়াসযুক্ত কোশ সৃষ্টি হবে। একাধিক নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোশকে সিনোসাইট এবং প্রাণীকোশকে সিনসাইটিয়াম বলে।
10. (i) মাইটোসিস কোশ বিভাজনের তাৎপর্য বা গুরুত্ব ব্যাখ্যা করো। (ii) মাইটোসিস ও মিয়োসিসের পার্থক্য লেখো। [3+2=5]
ANS.
(i) মাইটোসিস তাৎপর্য বা গুরুত্ব :
মাইটোসিসের গুরুত্বপূর্ণ তাৎপর্যগুলি হল—
1. বৃদ্ধি : মাইটোসিস কোশ বিভাজনের ফলে কোশের সংখ্যা বৃদ্ধি পায়, ফলে জীবদেহের বৃদ্ধি ঘটে।
2. কোশ প্রতিস্থাপন এবং ক্ষয়পূরণ : জীবদেহের আঘাতপ্রাপ্ত স্থানে (কেটে যাওয়া, ছড়ে যাওয়া) মাইটোসিস কোশ বিভাজনের ফলে জীর্ণ স্থানে নতুন কোশ দিয়ে প্রতিস্থাপন ঘটে, ফলে জীবদেহের ক্ষয়পূরণ হয়।
3. পুনরুৎপাদন : প্রাণীদেহের কোনো অংশের পুনরুৎপাদন ঘটে মাইটোসিস কোশ বিভাজনের ফলে। যেমন—কবচী শ্রেণির (crus-tacea) প্রাণীদের পা, তারামাছের বাহু, টিকটিকির লেজ দেহ থেকে বিচ্ছিন্ন হলে তার পুনরুৎপাদন ঘটে।
4. প্রজনন : এককোশী জীবরা মাইটোসিস কোশ বিভাজনের মাধ্যমে অযৌন জনন প্রক্রিয়ায় বংশবিস্তার করে।
5. পরিস্ফুটন : এককোশী জাইগোট মাইটোসিস কোশ বিভাজন প্রক্রিয়ায় ভ্রূণে পরিণত হয়।
(ii)মাইটোসিস ও মিয়োসিসের পার্থক্য :
আরো পড়ুন....CLICK THE LINK
Post a Comment