মাধ্যমিক জীবনবিজ্ঞান কয়েকটি সাধারণ জিনগত রোগ সংক্রান্ত অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর (VSAQ)
বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ( Heredity and Some Common Genetic Diseases)
Topic : 8
অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর (VSAQ)
1. কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কী?
ANS. হিমোফিলিয়া 'X' ক্রোমোজোমবাহিত প্রচ্ছন্ন জিনবাহিত রোগ। তাই কেবল হোমোজাইগাসঅবস্থায় মহিলাদের দেহে এই রোগটি প্রকাশ পায়।
2. থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন্ ধরনের ক্রোমোজোম বহন করে?
ANS. থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের অটোজোম বহন করে।
3. থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তির O2 বহন ক্ষমতা অন্যদের তুলনায় কম কেন?
ANS. থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তির ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন গঠিত হওয়ার কারণে রক্তে ও বিভিন্ন অঙ্গে লৌহ অধঃক্ষিপ্ত হওয়ায় থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তির অক্সিজেন বহন ক্ষমতা অন্যদের তুলনায় কম হয়।
4. থ্যালাসেমিয়া রোগে ক্ষতিগ্রস্ত হয় এমন তিনটি অঙ্গের নাম করো।
ANS. থ্যালাসেমিয়া রোগে ক্ষতিগ্রস্ত হয় এমন তিনটি অঙ্গ হল হৃৎপিণ্ড, প্লিহা এবং যকৃৎ।
5. একটি অটোজোম ঘটিত বংশগত রোগের নাম কী?
ANS. থ্যালাসেমিয়া।
6. কী কারণে থ্যালাসেমিয়া হয়?
ANS. হিমোগ্লোবিন গঠনের ত্রুটির জন্য।
7. থ্যালাসেমিয়া রোগে কী ধরনের অ্যানিমিয়া হয়?
ANS. থ্যালাসেমিয়া রোগে হিমোলাইটিক অ্যানিমিয়া হয়।
8. কোন রোগে বার বার রক্ত বদলাতে হয়?
ANS. থ্যালাসেমিয়া রোগে।
9. হিমোফিলিয়া রোগ কোন প্রকার ক্রোমোজোম ঘটিত রোগ?
ANS. 'X' ক্রোমোজোম ঘটিত বংশগত রোগ।
10. হিমোফিলিয়া রোগের প্রধান লক্ষণ কী?
ANS. রক্তপাত হলে সহজে রক্ত বন্ধ হয় না।
11. রক্ততঞ্জনের কোন্ ফ্যাক্টরের অভাবে হিমোফিলিয়া রোগ হয়?
ANS. ফ্যাক্টর VIII-এর অভাবে হিমোফিলিয়া রোগ হয়।
12. হিমোফিলিয়া রোগের অপর নাম কী?
ANS. ক্রিসমাস ডিজিজ।
13. হিমোফিলিয়া আক্রান্ত রোগী কতদিন বাঁচে?
ANS. সর্বাধিক 20 বছর।
14. হিমোফিলিয়া কত প্রকারের?
ANS. হিমোফিলিয়া তিন-প্রকারের, যথা—হিমোফিলিয়া A,
হিমোফিলিয়া B,
হিমোফিলিয়া C।
15. থ্যালাসেমিয়া কত প্রকারের?
ANS. থ্যালাসেমিয়া দু-প্রকারের, যথা—আলফা থ্যালাসেমিয়া ও
বিটা থ্যালাসেমিয়া।
16. কোন্ রোগের জন্য বিবাহের পূর্বে জেনেটিক কাউন্সেলিং করতে হয়?
ANS. থ্যালাসেমিয়া রোগের জন্য।
17. বর্ণান্ধতা রোগে রোগী সাধারণত কোন্ বর্ণ চিনতে পারে না?
ANS. প্রধানত লাল-সবুজ বর্ণ। এ ছাড়াও নীল বর্ণান্ধতা।
18. সবুজ বর্ণান্ধকে কী বলা হয়?
ANS. ডিউটেরানোপিয়া।
19. প্রোটানোপিয়াতে কোন্ বর্ণ দেখতে পায় না?
ANS. লাল বর্ণ।
20. হিমোফিলিয়া কেবল পুত্রদের হয় কেন?
ANS. মা হিমোফিলিয়া বাহক হওয়ার জন্য।
21. বর্ণান্ধতার জিন কোন্ ক্রোমোজোমে থাকে?
ANS. 'X' ক্রোমোজোমে।
22. দুটি প্রচ্ছন্ন জিন ঘটিত বংশগত রোগের নাম কী?
ANS. হিমোফিলিয়া ও বর্ণান্ধতা।
23. থ্যালাসেমিয়া ছাড়া অপর একটি অটোজোম ঘটিত প্রচ্ছন্ন জিনের উদাহরণ দাও।
ANS. অ্যালবিনিজম।
24. একটি বংশগত রোগের উদাহরণ দাও যা সেক্স ক্রোমোজোম ঘটিত।
ANS. হিমোফিলিয়া।
25. রাজকীয় হিমোফিলিয়া কোন্ পরিবারে দেখা গিয়েছিলো?
ANS. ইংল্যান্ডের রাজপরিবারে দেখা গিয়েছিলো।
26. একটি স্বাভাবিক হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তার পুত্রদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত?
ANS. এক্ষেত্রে, পুত্রদের অর্ধেক হিমোফিলিক এবং বাকি অর্ধেক স্বাভাবিক হবে।
27. Alpha থ্যালাসেমিয়ার লক্ষণ কী?
ANS. জন্ডিস হয় এবং দেহের বৃদ্ধির হার কম হয়।
28. নীল বর্ণান্ধতাকে কী বলে?
ANS. সায়ানোপিয়া বা ট্রাইটানোপিয়া।
29. রয়্যাল হিমোফিলিয়ার কারণ উল্লেখ করো।
ANS. ফ্যাক্টর VIII এর অভাবে।
30. ডিউটেরানোপিয়া কী?
ANS. সবুজ বর্ণের বর্ণান্ধতাকে ডিউটেরানোপিয়া বলে।
31. ক্রিসমাস হিমোফিলিয়ার কারণ কী?
ANS. হিমোফিলিয়া রোগ X-ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন দ্বারা উৎপন্ন হয়। ক্রিসমাস রোগ বা হিমোফিলিয়া-B রোগের জিন X-ক্রোমোজোমে অবস্থিত। এটি
ক্রিসমাস ফ্যাক্টর বা ফ্যাক্টর IX-র অভাবে ঘটে।
32. থ্যালাসেমিয়ার জিন কত নম্বর অটোজোমে থাকে?
ANS. Alpha-থ্যালাসেমিয়ার জিন 16 নং এবং Beta-থ্যালাসেমিয়ার জিন 11 নং অটোজোমে অবস্থান করে।

Post a Comment