মাধ্যমিক জীবনবিজ্ঞান অভিব্যক্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ শব্দ ও তথ্য [Important terms related to Evolution and Adoptation]

  অভিব্যক্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ শব্দ 
                          ও তথ্য


    অভিব্যক্তি কথার অর্থ হল ক্রমবিকাশ। অর্থাৎ সরল জীব থেকে জটিল ও জটিলতর জীবের উৎপত্তি। অভিযোজন হল জীবের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া বা মানিয়ে নেওয়ার পদ্ধতি। অভিযোজন ও অভিব্যক্তি পরস্পরের সঙ্গে সম্পর্কিত। অভিযোজনের ফলেই অভিব্যক্তি ঘটে। আবার অভিব্যক্তির ফলে উৎপন্ন জীবদের পরিবেশে খাপ খাওয়াতে হয় অর্থাৎ অভিযোজিত হয়।

    1. অভিব্যক্তির ধারণা : 


    Evolution কথার অর্থ ক্রমবিকাশ। মন্থর ও গতিশীল ধারাবাহিক প্রক্রিয়ায় কোনো উদ্বংশীয় সরলতম জীব থেকে ক্রমান্বয়ে জটিল জীবের উৎপত্তিকেই অভিব্যক্তি বলে।

    2. অ্যাবায়োজেনেসিস (Abiogenesis):



     জীবনের উৎপত্তি অজীবজাত বস্তু থেকে উৎপন্ন হয়।

    3. বায়োজেনেসিস (Biogenesis) : 


    জীবনের উৎপত্তি পূর্বের অস্তিত্ব কোনো প্রাণের থেকে উদ্ভব হয়েছে।

    4. জীবন (Life) : 


    জননক্ষম, চেতনাময়, গতিশীল সত্ত্বা।

    5. কোয়াসারভেট (Coacervate) : 


    লিপিড, প্রোটিন ও কার্বোহাইড্রেট দ্বারা গঠিত এমন একটি সত্ত্বা যাতে কোশপর্দার মতো দ্বিস্তরীয় আবরণ থাকে।

    6. মাইক্রোস্ফিয়ার (Microsphere) :


     অর্ধভেদ্য পর্দাবেষ্টিত প্রধানত প্রোটিনের একটি গঠন।

    7.জৈব অভিব্যক্তি (Biological evolution): 


    কালের আবহে যেমনভাবে আদি প্ৰাণ থেকে পর্যায়ক্রমে বিভিন্ন জীবের আবির্ভাব ঘটেছে।

    8. ইওন (Eon) : 


    আজ অবধি সময়কালকে দুটি ইওনে ভাগ করা হয়েছে। যথা— প্রিক্যাম্ব্রিয়ান ও ফেনেরোজোয়িক।

    9. এরা (Era) : 


    প্রতিটি ইওন কতগুলি এরাতে বিভক্ত হয়।

    10. পিরিয়ড (Period) : 


    এরাগুলি একাধিক পিরিয়ডে বিভক্ত।

    11. ইপোক (Epoch) : 


    পিরিয়ডগুলি আবার একাধিক ইপোক বা যুগে বিভক্ত।

    12. জীবাশ্ম (Fossils) : 


    প্রস্তরীভূত জীবদেহ বা তার অংশ কিংবা জীব অস্তিত্বে কোনো প্রস্তরীভূত চিহ্ন।

    13. লুপ্ত সংযোজক (Missing link) :


     কিছু অবলুপ্ত জীব যাদের জীবাশ্মের দেহাবশেষ দুই গোষ্ঠীর জীবের গুণাগুণের চিহ্ন মেলে।

    14. পেলিওন্টোলজি (Palaeontology) :


     যে শাস্ত্র জীবাশ্ম নিয়ে আলোচনা করে।

    15. পেলিওবোটানি (Palaeobotany) : 


    যে শাস্ত্রে উদ্ভিদের জীবাশ্ম নিয়ে আলোচনা হয়।

    16. পেলিওজুলজি (Palaeozoology) : 


    যে শাস্ত্রে প্রাণীদের জীবাশ্ম নিয়ে আলোচনা হয়।

    17. সমবৃত্তি অঙ্গ (Analogous Organ) : 


    যে সমস্ত অঙ্গ কাজের ভিত্তিতে এক কিন্তু উৎপত্তিগতভাবে আলাদা।

    18. সমসংস্থ অঙ্গ (Homologous Organ) :


     যে সমস্ত অঙ্গ উৎপত্তি ও গঠনগতভাবে এক কিন্তু কাজের ধরন আলাদা।

    19. লুপ্তপ্রায় অঙ্গ (Vestigial Organ) :


     উন্নত প্রাণীদের কর্মহীন অনুন্নত গঠনের অঙ্গ যেগুলি অভিব্যক্তির স্বপক্ষে যুক্তি দেয়।

    20. ভ্ৰূণবিদ্যা (Embryology) :


     যে শাস্ত্র ভ্রূণের বিকাশ সম্পর্কিত আলোচনা করে।

    21. ডারউইনবাদ (Darwinism) :


     সরল প্রকৃতির জীব থেকে জটিল প্রকৃতির জীব সৃষ্টি হওয়ার ডারউইনের মূল্যবান তত্ত্বকে বলে ডারউইনবাদ।

    22. অ্যাটাভিজম (Atavism) : 


    কোনো প্রাণীর মধ্যে পূর্বপুরুষের কোনো চরিত্র হঠাৎ ফুটে উঠলে একে বলে অ্যাটাভিজম। অ্যাটাভিজম অভিব্যক্তিকে সমর্থন করে।

    23. মিলার ও উরের পরীক্ষা :


     
    মিলার ও উরে মিথেন (CH4), অ্যামোনিয়া (NH3) এবং হাইড্রোজেন (H2) গ্যাস 2:2:1 অনুপাতে মিশিয়ে পরীক্ষার সাহায্যে প্রমাণ
    করেন কৃত্রিমভাবে বিভিন্ন জৈব যৌগ উৎপাদন সম্ভব। তাঁদের পরীক্ষায় উৎপন্ন যৌগগুলি হল গ্লাইসিন, গ্লাইকোলিক অ্যাসিড, অ্যালানিন, ল্যাকটিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড, অ্যাসপারটিক অ্যাসিড, ফরমিক অ্যাসিড, অ্যাসেটিক অ্যাসিড, ইউরিয়া প্রভৃতি জৈব যৌগ।

    25. অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী :



    পৃথিবীর সৃষ্টি
              ⬇️
    জীবনের উৎপত্তি
              ⬇️
    এককোশী জীবের উৎপত্তি
              ⬇️
    সালোকসংশ্লেষকারী ব্যাকটেরিয়ার পরিবেশে অক্সিজেন ত্যাগের সূচনা
              ⬇️
    বহুকোশী জীব সৃষ্টি
              ⬇️
    মাছের মতো মেরুদণ্ডী প্রাণীর উৎপত্তি এবং তাদের বিবর্তন
              ⬇️
    স্থলের উদ্ভিদের বিবর্তন (বীরুৎ, গুল্ম, বৃক্ষ)
              ⬇️
    পৃথিবীতে নতুন বাসস্থানের উদ্ভব
              ⬇️
    চার-পা যুক্ত মেরুদণ্ডী প্রাণীর উদ্ভব
    (উভচর প্রাণী)
             ⬇️
    স্থলের আগমন
             ⬇️
        সরীসৃপ
    ⬇️.           ⬇️
    স্তন্যপায়ী  পক্ষী




    Read more..click the link 




    No comments

    ALL ABTA TEST PAPER 2023-24 PAGES SOLUTIONS at free of cost.

    MADHYAMIK ABTA 24 LIFE SCIENCE PAGE 141 | MADHYAMIK ABTA TEST PAPER SOLUTION 24 |

                            MADHYAMIK                 ABTA TEST PAPER 23-24                LIFE SCIENCE PAGE 141                          SOLUTI...

    Powered by Blogger.