মাধ্যমিক জীবনবিজ্ঞান বংশগতির 100 টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন | বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ)

বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ( Heredity and Some Common Genetic Diseases)

_____________________________
                       Topic : 5
_____________________________

            নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর

     (Objective Questions)    বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ)

1. কালোবর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো-
A.   BbRr, BBRr
B.   BBrr, Bbrr 
C.   bbRR, bbar 
D.    bbrr, bbar

2. নীচের কোন্ দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা স্থির করো
A. ফুলের বর্ণ—বেগুনি, ফুলের অবস্থান—কাক্ষিক
 B.  কাণ্ডের দৈর্ঘ্য—খর্ব, পরিণত
বীজের আকার—কুঞ্ঝিত
 C. পরিণত বীজের আকার—গোল, বীজের বর্ণ—হলুদ
 D. ফুলের অবস্থান—কাক্ষিক, কাণ্ডের দৈর্ঘ্য—লম্বা

3. RRYy জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নির্ধারণ করো-
A. এক ধরনের 
B.  চার ধরনের 
C. দুই ধরনের 
D. তিন ধরনের

4. নীচের কোন্‌টি প্রকট গুণ তা শনাক্ত করো—
A. কাণ্ডের দৈর্ঘ্য—বেঁটে 
B. বীজের আকার-কুঞ্চিত 
C. বীজপত্রের বর্ণ-হলুদ 
D. ফুলের বর্ণ—সাদা

5. নীচের কোন্ দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই
করো -
 A. RRYY ও myy 
B. RRYY ও RrYy 
C. RRyy ও Rryy 
D.rryy ও rrYy 

6. নীচের কোন্‌টি মেন্ডেলের একসংকর জনন পরীক্ষার F, জনুর জিনোটাইপিক অনুপাত?—
A. 1:2:1
B. 3:1
C. 9:3:3:1
D. 2:1:2

7. অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ণ পরীক্ষায় Fy জনুতে ফিনোটাইপ অনুপাত কী হতে
পারে? -
A. 3:1
B. 2:1:1
C. 9:33:1
D. 1:2:1

৪. মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি হল—
A.  কুঞ্ঝিত বীজ
B. হলুদ রং-এর বীজ 
C. বেগুনি রং-এর ফুল 
D. কাক্ষিক পুষ্প

9. YYRr জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? –
A.  1 
B.  4
C.  2
D.  3

10. অস্ট্রিয়াবাসী কোন্ ধর্মযাজক ‘বংশগতির জনক’ নামে পরিচিতি লাভ করেন? - 
A. স্ট্যানলি মিলার 
B. চার্লস ডারউইন 
C. জাঁ ব্যাপটিস্ট দ্য ল্যামার্ক 
D. গ্রেগর জোহান মেন্ডেল

11. মটর গাছের ওপর প্রজননের পরীক্ষা করে কোন্ বিজ্ঞানী বংশগতির সূত্র আবিষ্কার করেন? -
A. ডারউইন 
B. ল্যামার্ক 
C. মেন্ডেল 
D. মেন্ডেলিফ

12. 'জেনেটিকস' শব্দটি প্রথম ব্যবহার করেন-
A. জোহানসেন 
B. বেটসন 
C. মেন্ডেল
D. ল্যামার্ক

13. সমসংস্ব ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত একই জিনের বিভিন্ন রূপভেদকে বলা
হয় - 
A. প্রকরণ 
B. অ্যালিল 
C. লোকাস 
D. প্রলক্ষণ

14. আমি জীবের মধ্যে প্রভেদ সৃষ্টি করি, আমার দ্বারা বংশগত বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মে বাহিত হয়, আমি একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করি। আমার সেই নির্দিষ্ট স্থানটি হল—
A. অ্যালিল
B. লোকাস 
C. জিন 
D. প্রকরণ

15. যে বৈশিষ্ট্যটি বিপরীতধর্মী অন্য কোনো বৈশিষ্ট্যের প্রকাশে বাধা দেয় কিন্তু নিজে প্রকাশ পায়,
তা হল—
A. প্রকট বৈশিষ্ট্য 
B. প্রচ্ছন্ন বৈশিষ্ট্য 
C. সংকর বৈশিষ্ট্য 
D. ফিনোটাইপ বৈশিষ্ট্য

16. মানুষের অটোজোমবাহিত প্রচ্ছন্ন জিনঘটিত বৈশিষ্ট্যটি হল-
A. সংযুক্ত কানের লতি
B. মুক্ত কানের লতি 
C. রোলার জিভ 
D. হিমোফিলিয়া

17. নীচের কোন্ জোড়াটি সঠিক নয় তা নিরূপণ করে লেখো-
A.  বীজের বর্ণ–সবুজ (প্রকট
হলুদ (প্রচ্ছন্ন) 
B.  ফলের বর্ণ–সবুজ (প্রকট), হলুদ (প্রচ্ছন্ন) C.  ফুলের বর্ণ—বেগুনি(প্রকট), সাদা (প্রচ্ছন্ন) 
D.  ফলের আকার-পরিপুষ্ট (প্রকট), খাঁজযুক্ত (প্রচ্ছন্ন)

18. বংশগতির ওপর মেন্ডেলের পরীক্ষা, পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত প্রথম প্রকাশিত হয়েছিল—
A. 1856 
B. 1866 
C. 1876 
D. 1966

19. মেন্ডেল মটর গাছের ওপর পরীক্ষা-নিরীক্ষা করার সময় কত জোড়া বৈশিষ্ট্য পেয়েছিলেন?---
A. পাঁচ জোড়া 
B. চার জোড়া 
C. সাত জোড়া 
D. আট জোড়া

20. যখন দুটি বিপরীত বৈশিষ্ট্যের কোনো বৈশিষ্ট্যই প্রকাশিত না হয়ে তাদের মধ্যবর্তী বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে বলে - 
(A) সহপ্রকটতা 
(B) অসম্পূর্ণ প্রকটতা 
(C) লিংকেজ 
(D) এদের কোনোটিই নয়

21. একটি বিশুদ্ধ লম্বা (TT) মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ বেঁটে (11) মটর গাছের সংকরায়ণ ঘটালে কীরকমের জিনোটাইপ যুক্ত মটরগাছ জন্মাবে? – 
A. TT 
B. tt 
C. Tt 
D. Te

22. একটি সংকর লম্বা (Tt) মটর গাছের সঙ্গে একটি বিশৃদ্ধ লম্বা (TT) মটর গাছের সংকরায়ণ করা হলে F1 জনুতে লম্বা মটর গাছ পাওয়ার সম্ভাবনা হল – 
(A) 25% 
(B) 50% 
(C) 75%
(D) 100%

23. দুটি সংকর লম্বা (T1) মটর গাছের মধ্যে সংকরায়ণ ঘটলে উৎপন্ন 100টি মটর গাছের
মধ্যে কতগুলি মটর গাছ সংকর লম্বা (Tt) মটর গাছ পাওয়া যাবে? - 
A. 25টি 
B. 50টি
C.75টি 
D. 100টি

24. একটি বিশুদ্ধ কালো গিনিপিগের (BB) সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের (bb) পরনিষেক ঘটালে দ্বিতীয় অপত্য জনুতে (F2) কটি কালো এবং কটি সাদা গিনিপিগ সৃষ্টি হবে?-
A. একটি কালো একটি সাদা 
B. দুটি কালো দুটি সাদা 
C. তিনটি কালো একটি সাদা
D. তিনটি সাদা একটি কালো

25. একটি সংকর লম্বা (Tt) মটর গাছের সঙ্গে একটি বেঁটে মটর গাছের সংকরায়ণ করা হলে F1 জনুতে লম্বা মটর গাছ পাওয়ার সম্ভাবনা – 
A. 25% 
B. 50% 
C. 75% 
D. 100%

26. দুটি সংকর কালো গিনিপিগের সংকরায়ণ ঘটালে তার অপত্যদের কী ফলাফল হবে?-
A. দুটি কালো দুটি সাদা 
B. তিনটি কালো একটি সাদা 
C. তিনটি সাদা একটি কালো
D. চারটিই কালো

27. একটি সংকর কালো গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা গিনিপিগের টেস্ট ব্রুস ঘটালে কালো ও সাদার অনুপাত কী হবে? - 
A. 1:1
B. 1:2:1
C. 3:1
D. 1:3

28. একটি লম্বা মটর গাছের সঙ্গে টেস্ট ক্রুসের মাধ্যমে যদি একটি বেঁটে মটর গাছ পাওয়া যায়, তাহলে লম্বা মটর গাছটির জিনোটাইপ ছিল— 
A.TT 
B.Tt 
C.tt
D. কোনোটিই নয়

29. সাদা গুণ প্রকট হলে একটি বিশুদ্ধ সাদা ও বিশুদ্ধ কারে । গিনিপিগের সংকরায়ণ ঘটালে প্রথম অপত্য জনুতে কীরকম প্রজাতি জন্মাবে? -
A. কালো 
B. সাদা 
C. কালো ও সাদার অন্তবর্তী রং 
D. কোনোটিই নয়

30. একটি সংকর কালো গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের সংকরায়ণ ঘটালে কতভাগ কালো ও কতভাগ সাদা গিনিপিগ জন্মাবে? - 
(A) 50% কালো, 50% সাদা
(B) 75% কালো, 75% সাদা 
(C) 75% সাদা, 25% কালো 
(D) 100% কালো, 0% সাদা

31. F1 জনুর সংকর জীবে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন অ্যালিলগুলি একত্রিত হলেও কখনও মিশ্রিত হয় না বরং গ্যামেট গঠনকালে বিশুদ্ধ অ্যালিলগুলি পরস্পর পৃথক হয়ে যায়।–সূত্রটি কী নামে পরিচিত? – 
A. প্রাকৃতিক নির্বাচন সূত্র 
B. পৃথভবনের সূত্র 
C. স্বাধীন বন্টনের সূত্র 
D প্রকটতার সূত্র

32. একটি সংকর দীর্ঘ (Tt) এবং বিশুদ্ধ খর্ব (tt) মটর গাছের পরাগমিলনে যে বীজ পাওয়া যায় তার থেকে উৎপন্ন মটর গাছগুলি হবে–
A. সকলেই দীর্ঘ 
B. সকলেই খর্ব 
C.50% দীর্ঘ ও 50% খর্ব 
D 75% দীর্ঘ ও 25% খর্ব

33. দুটি সংকর কালো গিনিপিগের মধ্যে সংকরায়ণ ঘটানো হলে প্রথম অপত্য জনুতে (F) সংকর কালো গিনিপিগ কতগুলি হবে?– A. 25% 
B. 50% 
C. 75% 
D.100%

34. সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে যে জিন দুটি অবস্থান করে তাদের পরস্পরকে বলে—
A. অ্যালিল 
B. অ্যালিলোম 
C. সংকর 
D. লোকাস

35. সন্ধ্যামালতীর বিশুদ্ধ লাল ফুলওয়ালা গাছের সঙ্গে বিশুদ্ধ সাদা ফুলওয়ালা গাছের
পরাগযোগ ঘটানো হলে যদি কোনো গুণটিই প্রকট না হয় তাহলে F2 জনুতে লাল ও সাদা
ফুলের ফিনোটাইপ অনুপাত কী হবে? – 
A. 1:3 
B. 3:1
C.1: 2:1
D. 9:3:3:1

36. মটর উদ্ভিদের ফুলগুলির প্রকৃতি—
A. একলিঙ্গ ও স্বপরাগী 
B. উভলিঙ্গ ও ইতরপরাগী
C. একলিঙ্গ ও ইতরপরাগী 
D. উভলিঙ্গ ও স্বপরাগী

37. মটর গাছের ক্ষেত্রে নীচের কোন্ জোড়টি সঠিক নয়?– 
A. বীজের আকার—কুঞ্ঝিত (প্রকট)
B. বীজের বর্ণ—হলুদ (প্রকট) 
C. ফুলের বর্ণ—সাদা (প্রচ্ছন্ন) 
D. ফলের বর্ণ–সবুজ (প্রকট)

38. মটর গাছের ক্ষেত্রে নীচের কোন্‌টি সঠিক তা খুঁজে বের করো? – 
A. ফুলের অবস্থান—কাক্ষিক (প্রচ্ছন্ন) 
B. কাণ্ডের দৈর্ঘ্য—বেঁটে (প্রকট) 
C. বীজের বর্ণ—হলুদ (প্রকট) 
D. বীজের আকার—গোলাকার (প্রচ্ছন্ন)

39. নীচের কোন্ বৈশিষ্ট্যটি সঠিক নয় তা নিরূপণ করো—
A. মটর গাছের ফুলগুলি উভলিঙ্গ বা একলিঙ্গ হতে পারে 
B. মটর গাছের ফুলগুলিতে স্বপরাগযোগ বা ইতর পরাগযোগ ঘটতে পারে 
C. মটর গাছের জীবনকাল স্বল্পস্থায়ী ও দ্রুত বংশবিস্তারে সক্ষম 
D. মটর গাছ বংশপরম্পরায় নির্দিষ্ট চরিত্রগত বৈশিষ্ট্যসম্পন্ন খাঁটি অপত্য উৎপাদনে সক্ষম

40. সন্ধ্যামালতীর লাল ও সাদা ফুলের ক্রসে F2 জনুর শেষে কত প্রকার জিনোটাইপ পাওয়া যায়?—
A. একপ্রকার 
B. দুই প্রকার 
C. তিন প্রকার 
D. চার প্রকার

41. নীচের কোন্ ঘটনা মেন্ডেলের বংশগতি সূত্রের ব্যতিক্রম?—
A. সহপ্রকটতা 
B. অসম্পূর্ণ প্রকটতা 
C. লিংকেজ 
D. প্রচ্ছন্নতা

42. মেন্ডেলের একসংকর জননে F2 জনুতে উৎপন্ন খাঁটি প্রকট এবং খাঁটি প্রচ্ছন্ন জীবের
অনুপাত – 
A. 25:75 
B. 50:50 
C. 25:25 
D. 75:25

43. মটর গাছের নির্বাচিত বৈশিষ্ট্যের মধ্যে কোন্‌টি প্রকট বৈশিষ্ট্য নয়? — 
A. বীজের আকৃতি গোল 
B. কক্ষে ফুলের অবস্থান 
C. ফুলের বর্ণ বেগুনি 
D. বীজপত্রের বর্ণ সবুজ

44. কোনো একসংকর জনন পরীক্ষায় ফিনোটাইপিক অনুপাত 3:1-এর স্থানে 
1: 2:1 পাওয়া-
A. সহপ্রকটতা 
B. অসম্পূর্ণ প্রকটতা 
C. লিংকেজ  ঘটনাকে নির্দেশ করে
D. টেস্ট ক্সস 

45. স্বাভাবিক জিভের জিনোটাইপ হল — 
A. RR 
B. Rr 
C. rR
D. rr

46. মানুষের রোলার জিভের বৈশিষ্ট্য প্রকাশিত হয় –
A. হোমোজাইগাস অবস্থায়
B. হেটারোজাইগাস অবস্থায় 
C. হোমোজাইগাস এবং হেটারোজাইগাস উভয় অবস্থায়
D. কোনোটিই নয়

47. খাঁটি জীব সবসময়ই—–
A. হোমোজাইগাস
B. হেটারোজাইগাস 
C.  A এবং B উভয়ই 
D A এবং B কোনোটিই নয়

48. নীচের কোন্ জোড়াটি সঠিক তা নিরূপণ করো—
A. মুক্ত কানের লতি (প্রকট বৈশিষ্ট্য) ও
রোলার জিভ (প্রচ্ছন্ন বৈশিষ্ট্য) 
B. মুক্ত কানের লতি (প্রকট বৈশিষ্ট্য) ও রোলার জিভ (প্রকট বৈশিষ্ট্য) 
C. যুক্ত কানের লতি (প্রকট বৈশিষ্ট্য) ও স্বাভাবিক জিভ (প্রকট বৈশিষ্ট্য) 
D. যুক্ত কানের লতি (প্রচ্ছন্ন বৈশিষ্ট্য) ও স্বাভাবিক জিভ (প্রকট বৈশিষ্ট্য)

49. বেঁটে মটর গাছগুলি সর্বদাই—
A. হোমোজাইগাস 
B. হেটারোজাইগাস 
C. a এবং b উভয়ই
D. a এবং b কোনোটিই নয়

50. একসংকর জননের পরীক্ষায় F1 জনুতে যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় সেটি হল-
A. প্রকট বৈশিষ্ট্য 
B. প্রচ্ছন্ন বৈশিষ্ট্য 
C. প্রকরণ 
D. বংশগত


51. দ্বিসংকর জনন পরীক্ষায় দুটি সংকর গোল হলুদ গাছের মধ্যে সংকরায়ণ ঘটলে অপত্য জনুর ফিনোটাইপ অনুপাত কী হবে? – 
A. 3:1 
B. 1:2:1
C. 9:3:3:1
D. 9: 3:4

52. দ্বিসংকর জননে F1 জনুতে জিনোটাইপের সংখ্যা হল — 
A .6 
B .9
C .3
D.1

53. মেন্ডেলের স্বাধীন সঞ্চারণের সূত্রটি কোন্ পরীক্ষা থেকে প্রাপ্ত?—
A. এক সংকর জনন
B. দ্বিসংকর জনন 
C. ত্রিসংকর জনন 
D. সম্পূর্ণ প্রকটতা

54. মেন্ডেল তাঁর দ্বিসংকর জননের পরীক্ষা থেকে যে সিদ্ধান্তে উপনীত হন তা হল— 
A. স্বাধীন বিন্যাস সূত্র 
B. পৃথক্‌ভবনের সূত্র 
C. প্রকটতার সূত্র 
D. উপরের সবকটি

55. BbRr অথবা AaBb অথবা YyRr জিনোটাইপ থেকে কত প্রকারের জনন কোশ পাওয়া যাবে?—
A .দুই প্রকার 
B .তিন প্রকার 
C .চার প্রকার 
D .পাঁচ প্রকার

56. YYRR অথবা BBRR অথবা AABB জিনোটাইপ থেকে কত প্রকারের জনন কোশ পাওয়া যাবে?—
A. এক প্রকার 
B. দুই প্রকার 
C. তিন প্রকার 
D. চার প্রকার

57. YYRr xYYRr—এই ক্রসটি থেকে যথাক্রমে কত প্রকার ফিনোটাইপ ও জিনোটাইপ উৎপন্ন হবে তা লিপিবদ্ধ করো—
A. দুই ও চার 
B. চার ও আট 
C. তিন ও আট 
D. চার ও নয়

58. YyRrxyyr—এই ক্সস থেকে যথাক্রমে কত প্রকার ফিনোটাইপ ও জিনোটাইপ উৎপন্ন হবে তা লিপিবদ্ধ করো— 
A. দুই ও দুই 
B. দুই ও চার 
C. তিন ও চার 
D. চার ও চার

59. YyRr জিনোটাইপযুক্ত দুটি জীবের মধ্যে নিষেক ঘটালে YyRr জিনোটাইপযুক্ত জীব সৃষ্টি হয় । কোন্ অনুপাতটি এর সংখ্যা নির্দেশ করে? – 
A. 1/16 
B. 3/16 
C. 4/16
D. 2 /16

60. AaBbCc জিনোটাইপ থেকে কত প্রকার গ্যামেট উৎপন্ন হয়? – 
A. দুই প্রকার 
B. চার প্রকার
C. ছয় প্রকার 
D. আট প্রকার

61. একসংকর ও দ্বিসংকর জননের টেস্ট ক্রস অনুপাত যথাক্রমে- 
A. 1:2:134:35:4
B.1:131:1:1:1
C.3:189:3:3:1 
D1:2:11:2:2:4:1:2:1:2:1

62. হলুদ গোলাকার বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ হবে –
A.yyRr ও yyRR 
B.YyRr ও YYRr 
C. YYr ও Yyer 
D.  উপরের কোনোটিই নয়

63. মেন্ডেলের দ্বিসংকর জনন প্রক্রিয়ায় F, জনুতে কুঞ্চিত হলুদ ফিনোটাইপযুক্ত মটর গাছ পাওয়া
যায় — 
A.  /16 ভাগ 
B.  7/16 ভাগ 
C.  3/16 ভাগ 
D.  1/16 ভাগ

64. জীবের জিনসম্বন্ধীয় বৈশিষ্ট্য যা বংশানুক্রমে সঞ্চারিত হয় তা হল — 
A.  জিনোটাইপ
B.  ফিনোটাইপ 
C.  অ্যালিল 
D.  লোকাস

65. তিন কন্যা আছে এমন দম্পতির চতুর্থ সন্তান কন্যা হওয়ার সম্ভাবনা শতকরা কত ভাগ হতে
পারে? 
A.  25 ভাগ 
B.  50 ভাগ 
C.  75 ভাগ 
D.  100 ভাগ

66. পুরুষ মানুষ সর্বদাই—
A.  হোমোগ্যামেটিক 
B.  হেমিগ্যামেটিক 
C.  হেটারোগ্যামেটিক
D.  কোনোটিই নয়

67. মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের বিচ্যুতি প্রথম লক্ষ করেন—
A.  মরগ্যান 
B.  ব্রিজেস
C.  কোরেন্স 
D.  জেকব ও মোনাড

68. একজন স্বাভাবিক পুরুষের ক্রোমোজোম হল — 
A.  44A + XX 
B.  44A + XY
C.  22A + X
D.  22A+ Y

69. মানুষের ক্ষেত্রে কানের মুক্ত লতি (E), যুক্ত লতি (e)-এর ওপর এবং রোলার জিভ (R),স্বাভাবিক জিভ (r)-এর উপর সম্পূর্ণভাবে প্রকট। এক্ষেত্রে যুক্ত লতি ও রোলার জিভের জিনোটাইপ কী হবে? – 
A.  EErr বা EeRR 
B.  eeRR বা eeRr 
C.  EeRr বা EERR
D. Eerr বা EERr

70. নীচের কোন্ জোড়টি সঠিক তা নির্বাচন করো—
A. YyRR—সবুজ গোল 
B. YyRR—সবুজ কুঞ্ঝিত 
C. Yyrr—হলুদ কুঞ্ঝিত 
D. yyRr–হলুদ গোল

71. মানুষের জনন কোশে সেক্স ক্রোমোজোম কটি তা নির্বাচন করো- 
A.  46 
B.  22 
C. 
D.  1

72. bbrr, BBRr, Bbrr, BBrr, bbRR, BbRr-এর মধ্যে কোন্ জিনোটাইপগুলি কালো মসৃণ গিনিপিগের ফিনোটাইপকে নির্দেশ করে তা স্থির করো — 
A.  bbrr, BbRr 
B.  BBRr, BbRr
C.  BBrr, Bbrr 
D. bbRR, BBrr

73. মটর গাছে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি বেছে নাও।—
A.  কুঞ্ঝিত বীজ
B.  হলুদ বীজ 
C.  বেগুনি ফুল 
D.  কাক্ষিক মুকুল

74. মেন্ডেলের একসংকর জনন সংক্রান্ত কোন্ তথ্যটি সঠিক নয় তা নির্বাচন করো— A.  F2 জনুতে প্রাপ্ত প্রচ্ছন্ন জীবের পরিমাণ 25% 
B.  এটি একটি প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের সাপেক্ষে ঘটা সংকরায়ণ 
C.  F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপ অনুপাত 1:2:1 
D.  এই সংকরায়ণ থেকে স্বাধীনবিন্যাস সূত্রে উপনীত হওয়া যায় না।

75, নীচের কোন্ জোড়টি মেন্ডেল নির্বাচিত মটর গাছের বৈশিষ্ট্য নয় তা শনাক্ত করো-
A.  বীজের বর্ণ—হলুদ, সবুজ 
B.  ফলের আকার—স্ফীত, খাঁজযুক্ত 
C.  ফলের বর্ণ—বেগুনি, সাদা 
D.  কান্ডের দৈর্ঘ্য—লম্বা, বেঁটে

76. নীচের কোন্‌টি বংশগতির পরীক্ষায় মেন্ডেলের সাফল্যের কারণ বলে তোমার মনে হয় তা স্থির করো—
A.  সংকরায়ণ পরীক্ষার জন্য হেটেরোজাইগাস উদ্ভিদ নির্বাচন 
B.  নির্বাচিত উদ্ভিদের পুংকেশরগুলি তুলনামুলক ছোটো হওয়ায় সহজেই নাড়াচাড়া করা যায় ও প্রয়োজনে
কেটে ফেলা যায় 
C.  নির্বাচিত উদ্ভিদ ইতরপরাগী হওয়ায় বাইরে থেকে আসা অন্য কোনো
চারিত্রিক বৈশিষ্ট্য সহজেই মিশে যেতে পারে D.  নির্বাচিত উদ্ভিদ উভলিঙ্গ হওয়াতে
স্বপরাগযোগ এবং প্রয়োজনে ইতর পরাগযোগ ঘটানো যায়

77. মেন্ডেলের মতে জীবের প্রতিটি বৈশিষ্ট্যের জন্য নীচের কোন্‌টি প্রয়োজন তা স্থির করো-
A.  দুটি ফ্যাক্টর 
B.  দুটি অ্যালিল 
C.  দুটি জিন 
D.  দুটি ক্রোমোজোম

78. নীচের কোন্ বৈশিষ্ট্যটি অটোজোমাল জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না?- 
A.  রোলার জিভ
B.  থ্যালাসেমিয়া 
C.  হিমোফিলিয়া 
D.  কানের যুক্ত লতি

79. সংকরায়ণ পরীক্ষায় উভলিঙ্গ ফুলের পুংকেশর ছেদনকে বলা হয় – 
A.  পরাগযোগ
B.  ব্যাগিং 
C.  আইসোলেশন 
D.  ইমাসকুলেশন

৪০. হোলান্ড্রিক জিন মানুষের কোন্ অংশে দেখা যায়? — 
A.  চোখ 
B.  ত্বক 
C.  লোমযুক্ত পিনা
D.  সবকটিতে

81. মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি হল — 
A.  XX-XX পদ্ধতি 
B.  XX-XY পদ্ধতি 
C.  xx-xo পদ্ধতি 
D.  ZZ-ZW পদ্ধতি

82. সন্তানের লিঙ্গ নির্ধারণে নীচের কোন্ ক্রোমোজোম ভূমিকা পালন করে?- 
A.  অটোজোম
B.  সেক্স ক্রোমোজোম 
C.  X-ক্রোমোজোম 
D.  Y-ক্রোমোজোম

83. মানুষের শুক্রাণুর ক্ষেত্রে কোন্ বক্তব্যটি সঠিক নয়? – 
A.  এতে 22টি অটোজোম ও একটি X-ক্রোমোজোম থাকে 
B.  এতে 22টি অটোজোম ও একটি Y ক্রোমোজোম থাকে 
C.  এদের মোট ক্রোমোজোম সংখ্যা 23টি 
D.  এতে 44টি অটোজোম ও দুটি X-ক্রোমোজোম থাকে

84. কন্যাসন্তান পিতার কাছ থেকে নিম্নলিখিত কোন্ গ্যামেটটি পেয়ে থাকে তা নির্ধারণ করো-
A. 44A+X 
B. 44A + Y 
C.  22A + X
D.  22A+Y

85. বিশুদ্ধ হলুদ গোল বীজযুক্ত মটর গাছ (YYRR) ও বিশুদ্ধ সবুজ কুঞ্ঝিত বীজযুক্ত মটর গাছের (yyrr) সংকরায়ণ ঘটালে F2 জনুতে উৎপন্ন অপত্যে YYRR ও yyrr-এর অনুপাত কত হবে? – 
A. 1:1 
B.  3:1
C. 9:1
D. 6:1

86. অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় এমন একটি উদাহরণ হল — 
A.  Pisum sativum 
B.  Dro-sophilla melanogaster 
C.  Mirabilis jalapa 
D.  উল্লেখ্য সব জীবে

87. Bbrr বা Aabb বা Yyrr বা Ttrr জিনোটাইপযুক্ত গিনিপিগ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন
হয়? – 
A. 
B.  3 
C.  1
D.  4 

৪৪. মেন্ডেল তার দ্বিসংকর জননের পরীক্ষা থেকে যে সিদ্ধান্তে উপনীত হল তা হল—
A.  স্বাধীনবিন্যাস সূত্র 
B.  প্রকট ও প্রচ্ছন্নতার সূত্র 
C.  পৃথক্‌ভবনের সূত্র 
D.  সবগুলিই ঠিক
🚸 

89. কুলিজ রক্তাল্পতা রোগটির জিন অটোজোমের কত তম ক্রোমোজোমে অবস্থিত? – 
A. 11 
B. 12 
C. 16 
D. 17

90. কোন্‌টি বংশগত রোগ নয়? —
A. হিমোফিলিয়া 
B. বর্ণান্ধতা 
C. থ্যালাসেমিয়া
D. অ্যানিমিয়া

91. TT × Tt-এর সংকরায়ণে উৎপন্ন বিশুদ্ধ লম্বা ও সংকর লম্বা গাছের অনুপাত হল — A. 1:1
B. 2:1
C. 3:1 
D. 4:1

92. ক্রিসমাস রোগ হয় রক্ত তঞ্চনের কোন ফ্যাক্টরটির অভাবে? – 
A. ফ্যাক্টর VI
B. ফ্যাক্টর VII
C. ফ্যাক্টর VIII 
D. ফ্যাক্টর IX

93. AABBCCDdEe-জিনোটাইপযুক্ত জীবের কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে? — A. 4
B. 8
C. 16 
D. 32

94. কোনো বিশুদ্ধ জীবের জিনোটাইপ হল (ধরা যাক, মটর গাছ) 
A. TT 
B. tt
C. a ও b উভয়ই 
D.  কোনোটিই নয়

95. GgHh x GgHh ক্রসটিতে কয়প্রকার ফিনোটাইপ পাওয়া যাবে? - 
A. 2 প্রকার 
B. 4 প্রকার
C. 6 প্রকার 
D. ৪ প্রকার

96. Aa x aa ক্রসটি হল — 
A মনোহাইব্রিড ক্রস 
B ডাই হাইব্রিড ক্রস 
C টেস্ট ক্রস
D ব্যাক ক্রস

97. TtRRWw জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে – 
A. 2
B.4
C.6
D.1

98. হলুদ বর্ণের ও কুঞ্চিত আকারের বীজযুক্ত মটরগাছের জিনোটাইপ হল— 
A. YYRR, YYRr
B. YYRr, yyr 
C. YYrr, Yyr 
D. yyRR, yyRr

99. নীচের কোন্ জোড়টি সঠিক তা লেখো— 
A. কালো কর্কশ—bbRRB
B. কালো—মসৃণ-BBRr
C.  সাদা—মসৃণ—bbRR 
D. সাদা—অমসৃণ—bbar

READ MORE....CLICK THE LINK 

No comments

ALL ABTA TEST PAPER 2023-24 PAGES SOLUTIONS at free of cost.

MADHYAMIK ABTA 24 LIFE SCIENCE PAGE 141 | MADHYAMIK ABTA TEST PAPER SOLUTION 24 |

                        MADHYAMIK                 ABTA TEST PAPER 23-24                LIFE SCIENCE PAGE 141                          SOLUTI...

Powered by Blogger.