মাধ্যমিক জীবনবিজ্ঞান বংশগতি 100 টি গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর(VSAQ)

বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ( Heredity and Some Common Genetic Diseases)

_____________________________
                       Topic : 4
_____________________________

অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর.                            (VSAQ)

                        পার্ট 1

     
                 ______________________________

    1. মেন্ডেল তাঁর দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন্ সূত্রে উপনীত হয়েছিলেন?

    ANS. স্বাধীন সঞ্চারণের সূত্রে উপনীত হয়েছিলেন।

    2. সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ দাও।

    ANS. মুক্ত কানের লতি/রোলার জিভ বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ।

    3. মেন্ডেলের একসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুর জিনোটাইপিক অনুপাতটি লেখো।

    ANS. জিনোটাইপিক অনুপাতটি হল 1: 2:1।

    4. গিনিপিগের ক্ষেত্রে bbRR এবং bbRr জিনোটাইপ দুটির ফিনোটাইপ কী একই? 

    ANS. হ্যাঁ, একই হবে। এক্ষেত্রে জিনোটাইপ দুটির ফিনোটাইপ হবে সাদা অমসৃণ রোমের গিনিপিগ।

    5. মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষায় F, জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাতটি লেখো।

    ANS. দ্বিসংকর জননের F2 জনুর ফিনোটাইপিক অনুপাত 9:3:3:1

    6. মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ দাও।

    ANS. মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ হল রোলার জিভ বা মুক্ত কানের লতি।

    7. মেন্ডেল মটর গাছের কত জোড়া বিপরীত গুণ পেয়েছিলেন?

    ANS. সাত জোড়া।

    ৪. সংকর অবস্থায় কোন্ বৈশিষ্ট্যটি ফিনোটাইপে প্রকাশিত হয় ?

    ANS. সংকর অবস্থায় প্রকট বৈশিষ্ট্যটি প্রকাশিত হয়।

    9. একটি একসংকর জনন পরীক্ষায় ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত 1:2:1 পাওয়া গেলে তা কোন্ ঘটনাকে নির্দেশ করে?

    ANS. অসম্পূর্ণ প্রকটতা।

    10. সবুজ ও গোলাকার বীজযুক্ত মটর গাছের সম্ভাব্য জিনোটাইপ দুটি লেখো।

    ANS. সবুজ ও গোলাকার বীজযুক্ত মটর গাছের সম্ভাব্য জিনোটাইপ হবে yyRR এ yyRr।

    11.9: 3:3:13 3:1 এই অনুপাত দুটির মধ্যে পার্থক্য লেখো।

    ANS. উপরিউক্ত অনুপাত দুটি ফিনোটাইপ অনুপাত হলেও 9:3:3:1 অনুপাতটি দ্বিসংকর জননের, কিন্তু, 3 : 1 অনুপাতটি একসংকর জননের ফিনোটাইপ অনুপাত।

    12. রোলার জিভের জন্য দায়ী জিন কোন্ ক্রোমোজোমে অবস্থিত?

    ANS. রোলার জিভের জন্য দায়ী জিন অষ্টম ক্রোমোজোমে অবস্থিত।

    13. Ry, Rg, wy ও wg গ্যামেটগুলি কোন্ জিনোটাইপ থেকে উৎপন্ন হয়?

    ANS. Rywg গ্যামেট থেকে উৎপন্ন হয়।

    14. 3:1ও 1:2:1 এই অনুপাত দুটির মধ্যে সম্পর্ক কী?

    ANS. উপরিউক্ত অনুপাত দুটি একসংকর জনন থেকে
    পাওয়া গেলেও 3:1 অনুপাতটি ফিনোটাইপ অনুপাত কিন্তু 1:2:1 অনুপাতটি জিনোটাইপ অনুপাত।

    15. বীজের গোলাকার আকৃতি এবং ফলের স্ফীত আকৃতি কোন্ ধরনের বৈশিষ্ট্য?

    ANS. বীজের গোলাকার আকৃতি এবং ফলের স্ফীত আকৃতি প্রকট বৈশিষ্ট্য।

    16. দ্বিসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত সর্বাধিক ফিনোটাইপ অনুপাত কত ধরনের জিনোটাইপ
    নির্দেশ করে?

    ANS. দ্বিসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত সর্বাধিক ফিনোটাইপ (হলুদ গোলাকার) অনপাত 4 (চার) ধরনের জিনোটাইপ নির্দেশ করে।

    17. মটর গাছের ওপর কাণ্ডের দৈর্ঘ্য ও বীজের আকার—এই বৈশিষ্ট্য নিয়ে সম্পাদিত দ্বিসংকর জননের পরীক্ষায় F2 জনুতে ৭টি দীর্ঘ ও গোলাকার বীজযুক্ত মটর গাছ উৎপন্ন হয়। এদের কী কী জিনোটাইপ থাকতে পারে?

    ANS. এদের জিনোটাইপগুলি হল TTRR, TTRr, TtRr এবং TtRR .

    18. হলুদ ও গোলাকার বীজযুক্ত মটর গাছের কী কী জিনোটাইপ হতে পারে?

    ANS. YYRR, YYRR, YYRr, YYRr — এই চার প্রকার জিনোটাইপ হতে পারে।

    19. দ্বিসংকর জননের পরীক্ষায় F, জনুতে উৎপন্ন চেকার বোর্ড অনুযায়ী হোমোজাইগাস জীবের সংখ্যা কটি ?

    ANS.  দ্বিসংকর জননের পরীক্ষায় F, জনুতে উৎপন্ন চেকার বোর্ড অনুযায়ী হোমোজাইগাস জীবের সংখ্যা চারটি (YYRR, YYrr, yyRR ও yyer)।

    20. অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় এমন একটি প্রাণীর নাম করো।

    ANS. অ্যান্ডুলেসিয়ান মুরগিতে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়।

    21. অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের সংকরায়ণ পরীক্ষা থেকে প্রাপ্ত কোন্ সূত্রের বিপরীত ঘটনা?

    ANS. পৃথভবন সূত্রের বিপরীত ঘটনা।

    22. দুটি সংকর বেগুনি ফুলবিশিষ্ট মটর গাছের মধ্যে সংকরায়ণ ঘটালে প্রথম অপত্য জনুতে যেসকল মটর গাছ পাওয়া যাবে তাদের ফিনোটাইপগত অনুপাত কী হবে?

    ANS. বেগুনি ফুল : সাদা ফুল = 3:1।

    23. লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী জিন কোন্ ক্রোমোজোমে থাকে?

    ANS. লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী জিন Y ক্রোমোজোমে থাকে।

    24. কোন্ বিজ্ঞানীকে বংশগতির জনক বলা হয়?

    ANS. গ্রেগর জোহান মেন্ডেলকে বংশগতির জনক বলা হয়।

    25. মেন্ডেল আবিষ্কৃত মৌলিক সূত্রগুলিকে কী বলে?

    ANS. মেন্ডেলবাদ বা মেন্ডেলিজম বলে।

    26. DNA-র পুরো নাম কী?

    ANS. DNA-র পুরো নাম ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড।

    27. ক্রোমোজোমের বা জিনের পরিবর্তনকে কী বলে?

    ANS. মিউটেশন বা পরিব্যক্তি বলে।

    28. প্রকরণের একটি উদাহরণ দাও।

    ANS. সংযুক্ত কানের লতি এবং মুক্ত কানের লতি।

    29. কোন্ দেশে 70% লোক জিভ রোল করতে পারে?

    ANS. ইউরোপিয়ান দেশে।

    30. একই জিনের বিভিন্ন রূপভেদকে কী বলে বা সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য নিয়ন্ত্রক উপাদানকে কী বলে?

    ANS. অ্যালিল বলে।

    31. লোকাস কাকে বলে?

    ANS. ক্রোমোজোমের যে বিন্দুতে জিন অবস্থান করে তাকে লোকাস বলে।

    32. মেন্ডেলের একসংকর জননে ফিনোটাইপগত অনুপাত কী ছিল?

    ANS. 3 : 1 হল ফিনোটাইপ অনুপাত ৷

    33. মেন্ডেলের একসংকর জননে জিনোটাইপগত অনুপাত কী ছিল?

    ANS. 1: 2:1 হল জিনোটাইপ অনুপাত।

    34. একটি সংকর কালো গিনিপিগের সঙ্গে সংকর কালো গিনিপিগের সংকরায়ণ ঘটালে F, জনুতে অপত্যদের কী ফল হবে?

    ANS. 3 ভাগ কালো এবং 1 ভাগ সাদা (3:1) ফল হবে।

    35. মেন্ডেল মটরফুলকে কীভাবে স্ত্রী ফুলে পরিণত করেছিলেন?

    ANS. মেন্ডেল মটর ফুলের পুংকেশরগুলি কেটে বাদ দিয়ে ছিলেন।(Emusculation)

    36. মটর ফুল কোন্ লিঙ্গের ফুল?

    ANS. উভলিঙ্গ।

    37. মেন্ডেল মটর গাছ নিয়ে পরীক্ষা করার একটি প্রধান কারণ উল্লেখ করো।

    ANS. মটর গাছের ফুল উভলিঙ্গ ছিল, ফলে স্বপরাগযোগ ঘটানো যেত।

    38. মটর গাছের বীজের আকার কেমন ছিল?

    ANS. গোল ও কুঞ্চিত।

    39. মটর বীজের রং কীরকম ছিল?

    ANS. হলুদ ও সবুজ।

    40. কী ধরনের গিনিপিগ নিয়ে একসংকর জনন ঘটালে অপত্য জনুতে ফল 3 : 1 হবে?

    ANS. যদি দুটি গিনিপিগ সংকর কালো হয় তাহলে তিন ভাগ কালো ও এক ভাগ
     সাদা (3:1 ) ফল পাওয়া যাবে।

    41. কোন্ গাছে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় ?

    ANS. সন্ধ্যামালতী গাছে।

    42. অসম্পূর্ণ প্রকটতা কখন দেখা যায় ?

    ANS. যখন দুটি বিপরীত গুণের কোনোটিই প্রকট হয় না।

    43. সন্ধ্যামালতি ফুলে অসম্পূর্ণ প্রকটতার জন্য ফিনোটাইপ অনুপাত কী হয়?

    ANS. 1 : 2 : 1 অর্থাৎ লাল 25%, গোলাপি 50% এবং সাদা 25% হয়।

    44. মেন্ডেল এক সংকর পরীক্ষা থেকে কী সূত্রে উপনীত হয়েছিলেন?

    ANS. পৃথভবনের সূত্র।

    45. মেন্ডেল দ্বিসংকরায়ণ পরীক্ষা থেকে কী সূত্র আবিষ্কার করেছিলেন?

    ANS. স্বাধীন সঞ্চারণ সূত্র।

    46. কোন্ ক্ষেত্রে মেন্ডেলের সূত্র ঘটে না? বা কোন্‌টি মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম?

    ANS. অসম্পূর্ণ প্রকটতা।

    47. লিঙ্গ নির্ধারণে কোন্ ক্রোমোজোমের ভূমিকা আছে?

    ANS. সেক্স ক্রোমোজোম (X ও Y) ।

    48. মানুষের গ্যামেট কত রকমের হয়?

    ANS. গ্যামেট দু-রকমের, যথা—X গ্যামেট ও Y গ্যামেট।

    49. কোন্ দুটি সেক্স ক্রোমোজোমের মিলনে পুত্র সন্তান হয়?

    ANS. X-গ্যামেট ও Y -গ্যামেটের মিলনে পুত্র সন্তান হয়।

    50. কোন্ কোন্ গ্যামেটের মিলনে কন্যা সন্তান হয়?

    ANS. X-গ্যামেট ও X-গ্যামেটের মিলনে কন্যা সন্তান হয়।

    51. নিম্নলিখিত জিনোটাইপগুলির মধ্যে কোন্‌গুলি হেটারোজাইগাস? AA, Aa; aa, bb; Bb, BB

    ANS. Aa, Bb হেটারোজাইগাস।

    52. ‘Tt’ সংকেত দ্বারা একটি মটর গাছের ক্ষেত্রে কী বোঝানো হয়েছে বা 'Tt'-র ফিনোটাইপ
    কী হবে?

    ANS. সংকর লম্বা বোঝানো হয়েছে।

    53. ‘TT’ সংকেত দ্বারা একটি মটর গাছের ক্ষেত্রে কী বোঝানো হয়েছে?

    ANS. বিশুদ্ধ লম্বা বোঝানো হয়েছে।

    54. সন্ধ্যামালতী উদ্ভিদের RW সংকেত দ্বারা কী বোঝানো হয়েছে?

    ANS. গোলাপি (অসম্পূর্ণ প্রকটতা) বোঝানো হয়েছে।

    55. ‘bb’ সংকেত দ্বারা গিনিপিগের ক্ষেত্রে কী বোঝানো হয়েছে?

    ANS. বিশুদ্ধ সাদা বোঝানো হয়েছে।

    56. জেনেটিক কোড কে আবিষ্কার করেন?

    ANS. ড. হরগোবিন্দ খোরানা।

    57. বংশগতিতে ‘প্রকট গুণ’ বলতে কী বোঝায়?

    ANS. পিতামাতার যে গুণটি অপত্যে প্রকাশিত হয় তাকে প্রকট গুণ বলে।

    58. হলান্ড্রিক জিন কী?

    ANS. ‘Y’ ক্রোমোজোম বাহিত জিনকে হলান্ড্রিক জিন বলে।

    59. বংশগতির একক কী?

    ANS. বংশগতির একক হল জিন।

    60. BbRr-র ফিনোটাইপ কী হবে?

    ANS. BbRr-র ফিনোটাইপ হবে সংক্রর কালো অমসৃণ।

    61. মানুষের 'Y' ক্রোমোজোম বাহিত একটি প্রকট বৈশিষ্ট্য কী?

    ANS. পুরুষদের কানের লতিতে চুল।

    62. দ্বি-সংকর জননে সংকর গোল হলুদ বীজযুক্ত উদ্ভিদ কত রকমের সৃষ্টি হবে?

    ANS. 9- রকমের সৃষ্টি হবে।

    63. যখন একটি বিশুদ্ধ লাল ও বিশুদ্ধ সাদা ফুলওয়ালা গাছের সংকরায়ণের ফলে গোলাপি ফুলওয়ালা গাছ উৎপন্ন হয়, তখন তাকে কী বলে?

    ANS. অসম্পূর্ণ প্রকটতা বলে।

    64. মেন্ডেলের সাফল্য লাভের একটি কারণ উল্লেখ করো।

    ANS. মেন্ডেল সংকরায়ণ পরীক্ষাকালে কেবল একজোড়া কিংবা দু-জোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে অগ্রসর হয়েছিলেন বলে পরীক্ষাগুলি সহজেই
    সম্পন্ন হয়েছিল।

    65. একটি বিশুদ্ধ লম্বা ও বিশুদ্ধ বেঁটে মটরগাছের সংকরায়ণে প্রথম অপত্য জনুতে কীরকম উদ্ভিদ সৃষ্টি হবে?

    ANS. প্রথম অপত্য জনুতে সংকর লম্বা মটর গাছ উৎপন্ন হবে।

    66. প্রকটতার সূত্র বলতে কী বোঝো?

    ANS. এক সংকর জননের পরীক্ষা অনুসারে, দুটি বিপরীত বৈশিষ্ট্যসম্পন্ন জীবের মধ্যে সংকরায়ণ ঘটালে প্রথম অপত্য জনুতে প্রকট বৈশিষ্ট্যটির বহিঃপ্রকাশ ঘটে। তাকেই প্রকটতার সূত্র বলে।

    67. সংকরায়ণ পরীক্ষায় 1:2:1 অনুপাতকে কী বলে?

    ANS. জিনোটাইপিক অনুপাত বলে।

    68. মানুষের মোট ক্রোমোজোম সংখ্যা কত?

    ANS. মানুষের 46-টি ক্রোমোজোম আছে।

    69. পুরুষদের সেক্স ক্রোমোজোম কী প্রকারের হয়?

    ANS. পুরুষদের সেক্স ক্রোমোজোম XY-প্রকারের হয়।

    70. লিঙ্গ নির্ধারণে কার ভূমিকা গুরুত্বপূর্ণ?

    ANS. লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা গুরুত্বপূর্ণ।

    71. বংশগতির একককে মেন্ডেল কী নামে অভিহিত করেন?

    ANS. জিন।

    72. কোন্ অবস্থায় প্রচ্ছন্ন গুণ প্রকাশিত হয়?

    ANS. হোমোজাইগাস অবস্থায়।

    73. মটর উদ্ভিদের উচ্চতা চরিত্রের জন্য সম্ভাব্য অ্যালিল সংযুক্তিগুলি উল্লেখ করো।

    ANS. TT, Tt, tt .   

    74. মেন্ডেলের পরীক্ষায় RrYy একক বীজের সংখ্যা কত ছিল?

    ANS. 4টি।

    75. মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষায় F2 জনুতে উৎপন্ন চেকার বোর্ড অনুযায়ী হোমোজাইগাস জীবের সংখ্যা কত?

    ANS. 2টি (YYRR, yyrr)।

    76, হিমোগ্লোবিনের গ্লোবিন প্রোটিনে কয়টি পলিপেপটাইড শৃঙ্খল বর্তমান?

    ANS. দুটি alpha ও দুটি Beta শৃঙ্খল।

    77. Factor IX এর সম্পূর্ণ নাম কী?

    ANS. প্লাজমা থ্রম্বোপ্লাসটিন কমপোনেন্ট।

    78. একসংকর জননে Cross-এর অনুপাত কত?

    ANS. 1:1

    79. মিউটেশন কাকে বলে?

    ANS. জিনের সজ্জাক্রমের আকস্মিক পরিবর্তনের ফলে বংশগতিতে সঞ্চারনশীল নতুন বৈশিষ্ট্যের উত্তর ঘটানোকে মিউটেশন বলে।

    80. রোলার জিভ কয়টি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়?

    ANS. একটি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়।

    81. মটর গাছের ক্ষেত্রে সবুজ গোলাকার বীজের জিনোটাইপ কী হবে? 

    ANS. yyRR ও yyRr 

    82. মিউটেশন তত্ত্বের আবিষ্কর্তা কে?

    ANS. হুগো দ্য ভিস।




                  READ MORE...CLICK THE LINK 

    No comments

    ALL ABTA TEST PAPER 2023-24 PAGES SOLUTIONS at free of cost.

    MADHYAMIK ABTA 24 LIFE SCIENCE PAGE 141 | MADHYAMIK ABTA TEST PAPER SOLUTION 24 |

                            MADHYAMIK                 ABTA TEST PAPER 23-24                LIFE SCIENCE PAGE 141                          SOLUTION 

    Powered by Blogger.