মাধ্যমিক ভৌতবিজ্ঞান গোলীয় দর্পণে আলোর প্রতিফলন(Reflection of Light at Spherical Mirror) নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর

                 আলো (Optics)
                   গোলীয় দর্পণে আলোর প্রতিফলন 

                       (Reflection of Light at Spherical Mirror)

    PART 3

    নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
    সঠিক উত্তরটি নির্বাচন করো


    1) গোলীয় দর্পণে প্রতিফলনের ক্ষেত্রে প্রদত্ত রাশিগুলির মধ্যে কোন্‌টি আপতিত রশ্মির ওপর নির্ভর করে? – 
    ফোকাস /প্রধান অক্ষ / মেরু / বক্তৃতা ব্যাসার্ধ।

    2) গোলীয় দর্পণের মুখ্য ফোকাসের সংখ্যা – 
    1 টি / 2টি / 3টি / 4টি ।

    3) গোলীয় দর্পণে গৌণ ফোকাসের সংখ্যা – 1টি / 2টি / 3টি / অসংখ্য।

    4) একটি বিন্দু আলোক উৎস থেকে সমান্তরাল রশ্মিগুচ্ছ পাওয়ার জন্য কোন্ দর্পণ ব্যবহার করতে হবে?
    উত্তল দর্পণ / অবতল দর্পণ / সমতল দর্পণ / সবকটিই।

    5) গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ ‘r’এবং ফোকাস দৈর্ঘ্য ‘f’-এর মধ্যে সম্পর্কটি হল – 
    f =2r/r= 2f / r = f/r= 3f1

    6) কোন্ দর্পণের ক্ষেত্রে দৃশ্যমান ক্ষেত্র অধিক পাওয়া যায় ?
    অবতল / উত্তল / সমতল /অধিবৃত্তীয় ★★★

    7) সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান 
    0 / অসীম / 11 / 100 | ★★★

    ৪) বক্তৃতা বৃদ্ধিতে গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য 
    কমে / বাড়ে / একই থাকে / কোনোটিই নয়। ★

    9) ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের কৌণিক উন্মেষের মান – 
    10°-এর সমান / 10°-এর বেশি / 10°-এর কম /সঠিকভাবে বলা যায় না।

    10) উত্তল দর্পণে সমান্তরাল আলোকরশ্মি আপতিত হলে, প্রতিফলিত রশ্মিগুচ্ছ – অপসারী হয় / অভিসারী হয় /সমান্তরাল হয় / সবগুলিই হতে পারে। *

    11) অবশীর্ষ প্রতিবিম্বের ক্ষেত্রে রৈখিক বিবর্ধন (m)-এর মান হল – m> 1 / m = 1 / m< 1 / প্রদত্ত সবগুলি. ★★★

    12) উত্তল দর্পণে সদ্বস্তুর প্রতিবিম্ব
    -সদ্ ও অবশীর্ষ / অসদ্ ও অবশীর্ষ / সদ্ ও সমশীর্ষ / অসদ ও সমশীর্ষ। ★★

    13) কোন্ প্রকার দর্পণে বস্তুর প্রতিবিম্ব সর্বদা খর্বাকার ও অসদ্ হয়? 
    উত্তল দর্পণ / অবতল দর্পণ / সমতল দর্পণ /
    কোনোটিই নয়। ★★★

    14)) উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র থাকে প্রতিফলক তলের. ★
    অসীমে / পিছনে / সামনে / দর্পণের মধ্যবিন্দুতে।

    15)) f ফোকাস দৈর্ঘ্যবিশিষ্ট কোনো অবতল দর্পণের মেরু থেকে 2f দূরত্বে কোনো বস্তু রাখলে প্রতিবিম্বের বিবর্ধন হবে – 1 /2 / 0.5 / 0.34
    ★★★

    16) 30 cm বক্রতা ব্যাসার্ধের একটি অবতল মেরু থেকে কত দূরে প্রধান অক্ষের উপর একটি বস্তুকে রাখলে একটি বিবর্ধিত সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হবে? – ★★★
    30 cm / 30 cm অপেক্ষা বেশি / 15 cm
     / 15 cm অপেক্ষা কম।

    17) এক ব্যক্তি একটি দর্পণের সামনে দাঁড়িয়ে নিজ দৈর্ঘ্যের চেয়ে বড়ো দৈর্ঘ্যের প্রতিবিম্ব দেখতে পায়, দর্পণটি কী প্রকৃতির? – 
    উত্তল / অবতল / সমতল / গোলীয়।

    18) একটি দর্পণের সামনে ওর অক্ষের উপর একটি দণ্ড খাড়াভাবে আছে। দর্পণে গঠিত অসবিম্বটি বস্তু অপেক্ষা আকারে ছোটো। দর্পণটির প্রকৃতি হল. ★★★
    সমতল / অবতল / উত্তল / কোনোটিই নয়।

    19)) গাড়িতে ব্যবহৃত রিয়ার ভিউ মিররটি (Rear View Mirror) হল একটি
    অবতল দর্পণ / উত্তল লেন্স / সমতল দর্পণ / উত্তল দর্পণ ★★★

                     শূন্যস্থান পূরণ করো


    1) গোলীয় দর্পণের _______ ফোকাস স্থির বিন্দু নয়।
    উওর. গৌণ ।

    2) অবতল দর্পণের বক্রতা কেন্দ্র প্রতিফলক তলের ________ থাকে।
    উওর. সামানে ।

    3) উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য _______ ।
    উওর. ধণাত্মক।


    4) অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য ________ ।
    উওর. ঋণাত্মক।

    .
    5) ______ অভিমুখী আপতিত রশ্মি গোলীয় দর্পণ থেকে প্রতিফলনের পর আপতিত পথ বরাবর ফিরে যায়।
    উওর. বক্তৃতা কেন্দ্র।

    6) গোলীয় দর্পণের যে-কোনো বিন্দুতে অভিলম্ব সর্বদা ______ দিয়ে যায়।
    উওর. বক্তৃতা কেন্দ্র। 

    7) অসদ্, বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করার জন্য 
    _______ দর্পণ ব্যবহৃত হয
    উওর. অবতল । 

    ৪) সদ্, বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করার জন্য
     _________ দর্পণ ব্যবহৃত হয়।
    .উওর. অবতল ।

    9) কোনো অবতল দর্পণের ফোকাসে অবস্থিত বস্তুর প্রতিবিম্বের বিবর্ধন ______ হয়।
    উওর. অসীম ।

    10) একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব সব বর্ণের আলোর জন্য ________।
    উওর. অসীম  ।

    11) একটি বস্তু বহুদূর থেকে উত্তল দর্পণের দিকে এগিয়ে এলে প্রতিবিম্ব বস্তুর চেয়ে _______ বেগে দর্পণের দিকে সরে আসবে।
    উওর. কম ।


    দু-একটি শব্দে উত্তর দাও


    1) আলোর তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধি পেলে কোনো গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য কি পরিবর্তিত হবে?
    উওর. না, অপরিবর্তিত থাকবে।

    2) একই ফোকাস দৈর্ঘ্য, কিন্তু ভিন্ন উন্মেষযুক্ত দুটি অবতল দর্পণের মধ্যে কোন্‌টি সূর্যের উয়তর প্রতিবিম্ব কম গঠন করবে?
    উওর. কম উন্মেষযুক্ত দর্পণ।

    3) গোলীয় দর্পণকে জলে ডোবালে দর্পণের ফোকাস দূরত্বের পরিবর্তন কেমন হবে? ★★
    উওর. কোনো পরিবর্তন হবে না

    4) কী জাতীয় দর্পণের ফোকাসকে অপসারী ফোকাস বলা হয়? ★
    উওর. উত্তল দর্পণ।

    5) উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র কোন্ দিকে থাকে? ★★
    উওর. উত্তল দর্পণের পিছনে।


    6) টর্চে ব্যবহৃত অবতল প্রতিফলকের সাপেক্ষে বাল্বটিকে কোথায় রাখা হয়?
    উওর. ফোকাসে।

    7) একটি আলোকরশ্মি সমতল দর্পণের সঙ্গে 90° কোণে আপতিত হলে প্রতিফলন কোণ কত হবে?★★★
    উওর. 0°।

    ৪) সোলার কুকারে কোন্ ধরনের দর্পণ ব্যবহার করা হয়?
    উওর. অবতল।

    9) কোনো অবতল গোলীয় দর্পণে বস্তুকে বক্রতা কেন্দ্র ও ফোকাসের মধ্যে রাখলে, প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে লেখো।★★★
    উওর. বিবর্ধিত, সদ ও অবশীর্ষ।

    10) অবতল দর্পণের সামনে কোথায় একটি বস্তু রাখলে, বস্তুর বিবর্ধিত অসবিম্ব গঠিত হয়? ★★★
    উওর. ফোকাস ও মেরুর মাঝে।

    11) মোটর গাড়ির ভিউ ফাউন্ডারে কোন্ ধরনের দর্পণ ব্যবহৃত হয়?
    উওর. উত্তল দর্পণ

    12) অবতল দর্পণে অসদ্, সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব পেতে হলে বস্তুকে যেখানে রাখা হয়, উক্ত বস্তুকে বস্তুর উত্তল দর্পণের ক্ষেত্রে একই অবস্থানে রাখলে প্রতিবিম্বের প্রকৃতির কী পরিবর্তন হবে?★★★
    উওর. বস্তুর সাপেক্ষে আকারে ক্ষুদ্র,অসদ্ ও সমশীর্ষ প্রতিবিম্ব।

    13) দাড়ি কামানোর জন্য, গলার চিকিৎসা বা দন্ত চিকিৎসায় কোন্ দর্পণ ব্যবহার করা হয়? ★★★
    উওর. অবতল দর্পণ।

    14) গাড়ির সার্চলাইট বা হেডলাইটে কোন্ ধরনের গোলীয় দর্পণ ব্যবহার করা হয়?
    উওর. অবতল দর্পণ।

    15) একটি আলোকরশ্মি অবতল দর্পণের বক্রতাকেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ কত হবে?
    উওর. 0°।

    16) উত্তল দর্পণ কখন সদ্‌বিম্ব গঠন করে?
    উওর. অসদ্ বস্তুর ক্ষেত্রে। 






    আরও পড়ুন








    No comments

    ALL ABTA TEST PAPER 2023-24 PAGES SOLUTIONS at free of cost.

    MADHYAMIK ABTA 24 LIFE SCIENCE PAGE 141 | MADHYAMIK ABTA TEST PAPER SOLUTION 24 |

                            MADHYAMIK                 ABTA TEST PAPER 23-24                LIFE SCIENCE PAGE 141                          SOLUTI...

    Powered by Blogger.