মেন্ডেলের সাফল্য লাভের কারণ ও মেন্ডেলের নির্বাচিত মটরগাছের 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের কি ছিল?

বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ( Heredity and Some Common Genetic Diseases)

_____________________________
                       Topic : 2
_____________________________

💥   মেন্ডেলের সাফল্য লাভের কারণ :


1 . সংকরায়ণের সময় মেন্ডেল একজোড়া বা দুজোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছিলেন তাই পরীক্ষাগুলো সহজে সম্পন্ন করতে পেরেছিলেন।
2 . প্রাথমিকভাবে নির্বাচিত বৈশিষ্ট্যগুলো সবই বিশুদ্ধ চারিি বৈশিষ্ট্যসম্পন্ন ছিল।
3 . প্রতিটি পরীক্ষালব্ধ ফলাফলের অন্তত তিনটি জনু পর্যন্ত পর্যালোচ করে লিপিবদ্ধ করেছিলেন।
4 . মেন্ডেল অধিক সংখ্যক অপত্যের বিশ্লেষণ এবং উৎপন্ন অপত্যের বৈশিষ্ট্যের ভিত্তিতে তাঁর মতামত প্রতিষ্ঠা করেছিলেন।
মেন্ডেলের নির্বাচিত মটরগাছের বিপরীতধর্মী বৈশিষ্ট্য।

💥 মেন্ডেলের নির্বাচিত মটরগাছের 7 জোড়া বিপরীতধর্মী  বৈশিষ্ট্যের কি ছিল?


মটরগাছের            প্রকট বৈশিষ্ট্য     প্রচ্ছন্ন

বৈশিষ্ট্যসূচক                                   বৈশিষ্ট্য 

 চরিত্র: 


1. কাণ্ডের দৈর্ঘ্য          লম্বা/দীর্ঘ        খর্ব
2. কাণ্ডে ফুলের         কাক্ষিক          শীর্ষস্থ
   অবস্থান
3. ফুলের বর্ণ              বেগুনি           সাদা
4. ফলের বর্ণ              সবুজ             হলুদ 
5. পরিপক্ক
     ফলের                  পরিপুষ্ট       খাঁজযুক্ত
     আকার
6. বীজের বর্ণ              হলুদ            সবুজ 
7. বীজের আকার      গোলাকার    কুঞ্চিত 


Read  more click here 




No comments

ALL ABTA TEST PAPER 2023-24 PAGES SOLUTIONS at free of cost.

Space Quiz Space Quiz ...

Powered by Blogger.