বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ / মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ / তৃতীয় অধ্যায় | বংশগতি সম্পর্কিত শব্দ

 বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ( Heredity and Some Common Genetic Diseases)

_____________________________
                       Topic : 1
_____________________________

          বংশগতি সম্পর্কিত শব্দ:

    1. জিন :   

    জিন হল বংশগতির গঠনগত ও কার্যগত একক।

    2. লোকাস

    ক্রোমোজোমের যে বিন্দুতে জিন অবস্থান করে সেই স্থানকে লোকাস বলে।


     3.  অ্যালিল:

     সমসংস্থ ক্রোমোজোমের লোকাসে অবস্থিত জিন জোড়াকে পরস্পরের অ্যালিল বলে।



    4. বিশুদ্ধ ও সংকর জীব

    দুটি সম বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মিলনের ফলে যে
    জীবের সৃষ্টি হয় তাকে বিশুদ্ধ জীব বলে এবং দুটি ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মিলনের ফলে মিশ্র বৈশিষ্ট্যযুক্ত যে জীবের সৃষ্টি হয় তাকে সংকর জীব বলে।


    5. ফিনোটাইপ ও জিনোটাইপ

    কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ এবং জীবের জিনগত
    বৈশিষ্ট্যকে জিনোটাইপ বলে।


    6. প্রকট ও প্রচ্ছন্ন জিন

    হেটারোজাইগাস অবস্থায় যে জিনের প্রকাশ পায়
    তাকে প্রকট জিন এবং যে জিন অপ্রকাশিত থাকে, তাকে প্রচ্ছন্ন জিন বলে। যেমন—
     Tt (সংকর লম্ব)
    T (প্রকট জিন)
    t (প্রচ্ছন্ন জিন)
    T = লম্বা বৈশিষ্ট্য সূচক; t = খর্বাকার বৈশিষ্ট্যসূচক


    7. একসংকর ও দ্বি-সংকর জনন :

     একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরা হল একসংকর জনন এবং দুইজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়ণ হল দ্বিসংকরায়ণ।


    8. বংশগতি (Heredity)

    যে পদ্ধতিতে জীবের চারিত্রিক বৈশিষ্ট্যসমূহ এক জনু থেকে অপর জনুতে সঞ্চারিত হয়।


    9. বিভেদ (Variation)

    একই প্রজাতিভুক্ত জীবের আকার, গঠন ও ব্যবহারগত পার্থক্য হল বিভেদ।


    10. অ্যালিল (Allele) : 

    একই জিনের বিভিন্ন রূপ হল অ্যালিল।


    11. লোকাস (Locus) :

     ক্রোমোজোমের উপর যে স্থানে কোনো জিন অবস্থান করে।


    12. জিনোটাইপ (Genotype) :

     যে অন্তর্নিহিত জিন বা জিনের সমাহারের জন্য জীবের কোনো চরিত্র প্রকাশ পায়।


    13. ফিনোটাইপ (Phenotype)

    জীবের কোনো চরিত্রের বাহ্যিক প্রকাশ।


    14. সংকর (Hybrid) :

    দুটি ভিন্ন বৈশিষ্ট্যসম্পন্ন জীবের মিলনের ফলে মিশ্র বৈশিষ্ট্যযুক্ত যে জীবের সৃষ্টি হয়।


    15. হোমোজাইগাস (Homozygous) :

     কোনো একটি বৈশিষ্ট্যের জন্য যদি সমধর্মী অ্যালিল থাকে তবে জীবটিকে সেই বৈশিষ্ট্য সাপেক্ষে হোমোজাইগাস বলে।


    16. হেটেরোজাইগাস (Heterozygous) :

     দুটি বিপরীতধর্মী অ্যালিল থাকলে সেই বৈশিষ্ট্য সাপেক্ষে জীবটিকে হেটেরোজাইগাস বলে।


    17. প্রকট জিন (Dominant gene)

    যে জিন বা বৈশিষ্ট্য বিপরীতধর্মী অন্য কোনো জিন অথবা বৈশিষ্ট্যের প্রকাশে বাধা দেয় এবং নিজে প্রকাশ পায়।


    18. প্রচ্ছন্ন জিন (Recessive gene)

    যে জিন বা বৈশিষ্ট্য প্রকট জিন বা বৈশিষ্ট্যের উপস্থিতিতে প্রকাশিত হয় না বা সুপ্ত থাকে।


    19. জাইগোট (Zygote) :

     পুরুষ ও স্ত্রী গ্যামেটের মিলনে যে ডিপ্লয়েড (2n) কোশ সৃষ্টি হয়।


    20. ক্সস (Cross)

    বিপরীত লিঙ্গধারী দুটি জীবের মিলন।


    21. সংকরায়ণ (Hybridization) :

     কোনো চরিত্র সাপেক্ষে বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের মিলনকে বলে সংকরায়ণ।


    22. ব্যাক ক্সস (Back Cross)

    অপত্য জনুর প্রাণী বা উদ্ভিদের সঙ্গে পিতৃজনুর যে-কোনো জীবের মিলন।


    23. টেস্ট ক্সস (Test Cross) :

     অপত্য জনুর প্রাণী বা উদ্ভিদের সঙ্গে হোমোজাইগাস প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত পিতৃজনুর প্রাণী বা উদ্ভিদের মধ্যে ক্সস।


    24. অসম্পূর্ণ প্রকটতা (Incomplete dominance):

     যখন দুটি অ্যালিল একসঙ্গে থেকে কোনো একটির প্রকাশ না ঘটিয়ে একটি অন্তর্বর্তী বৈশিষ্ট্য প্রকাশ করে তখন জিনের এরুপ ধর্মকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা।


    25. সহ-প্রকটতা (Co-dominance) :

     হেটেরোজাইগাস অবস্থায় উভয় জিনের বৈশিষ্ট্য যখন একই সঙ্গে প্রকাশ লাভ করে তখন জিনের এই বিশেষ ধর্মকে সহ-প্রকটতা বলে।

    26. প্লিওট্রপি (Pleiotropy) :

     কোনো একটি জিনের একাধিক চরিত্র নির্ধারণের ক্ষমতা।


    27. জিন (Gene) :

     বংশগতির গঠনগত ও কার্যগত একক।


    28. জিনোম (Genome) :

     ডিপ্লয়েড জীবের হ্যাপ্লয়েড ক্রোমোজোম সেটের সমস্ত জিনকে একত্রে বলে জিনোম।


    29. হোমোলোগাস ক্রোমোজোম (Homologous chromosome)

    যেসব ক্রোমোজোমের আকার গঠন ও জিনগত অবস্থা সম বৈশিষ্ট্য সম্পন্ন।


    30. পলিজেনিক বংশগতি (Polygenic inheritance) :

     যখন কোনো ট্রেইট একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন এটির বংশগতিকে বলে পলিজেনিক বংশগতি।


    31. অটোজোম (Autosome)

    যেসব ক্রোমোজোম কোনো প্রজাতির পুরুষ স্ত্রীদেহের দেহকোশে সম সংখ্যায় উপস্থিতি থাকে এবং প্রধানত জীবের দৈহিক বৈশিষ্ট্যাবলি নিয়ন্ত্রণ করে।


    32. ট্রাইজোমি 21 (Trisomy 21):

     21 নং ক্রোমোজোমের ট্রাইজোমির জন্য এই অটোজোমাল অস্বাভাবিকতা দেখা যায়।


    33. পরিব্যক্তি (Mutation)

    ক্রোমোজোমে DNA-র স্থায়ী পরিবর্তন।


    34. ইমাসকুলেশন (Emusculation) :

    উভলিঙ্গ ফুলের পুংকেশরগুলিকে বাদ দেওয়ার পদ্ধতি।


    35. হোলানড্রিক জিন (Holandric Gene)

    পুরুষদের Y-ক্রোমোজোমে অবস্থিত প্রকট জিন থাকলে তা উত্তরাধিকার সূত্রে পুত্রদের মধ্যে সঞ্চারিত হয়, যা হল হোলান্ড্রিক জিন।


    36. ক্রিস-ক্সস উত্তরাধিকার (Criss-cross Inheritance)

    মাতামহের X- ক্রোমোজোমস্থিত প্রচ্ছন্ন জিনের বৈশিষ্ট্য যদি কন্যার মাধ্যমে তার দৌহিত্রে সঞ্চারিত হয়।


    37. 

    💥   মেন্ডেলের সাফল্য লাভের কারণ :


    1 . সংকরায়ণের সময় মেন্ডেল একজোড়া বা দুজোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছিলেন তাই পরীক্ষাগুলো সহজে সম্পন্ন করতে পেরেছিলেন।
    2 . প্রাথমিকভাবে নির্বাচিত বৈশিষ্ট্যগুলো সবই বিশুদ্ধ চারিি বৈশিষ্ট্যসম্পন্ন ছিল।
    3 . প্রতিটি পরীক্ষালব্ধ ফলাফলের অন্তত তিনটি জনু পর্যন্ত পর্যালোচ করে লিপিবদ্ধ করেছিলেন।
    4 . মেন্ডেল অধিক সংখ্যক অপত্যের বিশ্লেষণ এবং উৎপন্ন অপত্যের বৈশিষ্ট্যের ভিত্তিতে তাঁর মতামত প্রতিষ্ঠা করেছিলেন।
    মেন্ডেলের নির্বাচিত মটরগাছের বিপরীতধর্মী বৈশিষ্ট্য।


    38.

    💥 মেন্ডেলের নির্বাচিত মটরগাছের 7 জোড়া বিপরীতধর্মী  বৈশিষ্ট্যের কি ছিল?


    মটরগাছের            প্রকট বৈশিষ্ট্য     প্রচ্ছন্ন

    বৈশিষ্ট্যসূচক                                   বৈশিষ্ট্য 

     চরিত্র: 


    1. কাণ্ডের দৈর্ঘ্য          লম্বা/দীর্ঘ        খর্ব
    2. কাণ্ডে ফুলের         কাক্ষিক          শীর্ষস্থ
       অবস্থান
    3. ফুলের বর্ণ              বেগুনি           সাদা
    4. ফলের বর্ণ              সবুজ             হলুদ 
    5. পরিপক্ক
         ফলের                  পরিপুষ্ট       খাঁজযুক্ত
         আকার
    6. বীজের বর্ণ              হলুদ            সবুজ 
    7. বীজের আকার      গোলাকার    কুঞ্চিত 


     Read more- click here 

    ----×----------------x-------------x---------×------


    No comments

    ALL ABTA TEST PAPER 2023-24 PAGES SOLUTIONS at free of cost.

    MADHYAMIK ABTA 24 LIFE SCIENCE PAGE 141 | MADHYAMIK ABTA TEST PAPER SOLUTION 24 |

                            MADHYAMIK                 ABTA TEST PAPER 23-24                LIFE SCIENCE PAGE 141                          SOLUTION 

    Powered by Blogger.