মাধ্যমিক জীবনবিজ্ঞান অভিব্যক্তি সংক্রান্ত 100 টি অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তি প্রশ্নোত্তরর (VSAQ)






     অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তি প্রশ্নোত্তরর                        (VSAQ)

    ______________________________________
    1. সমসংস্থ অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে?
    ANS. অপসারী বিবর্তনকে নির্দেশ করে।

    2. ‘অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার’ মতবাদটি কার?
    ANS. অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদটির উপস্থাপক হলেন জ্যা ব্যাপটিস্ট দ্য মঁয়ে ল্যামার্ক।

    3. মানুষের দুটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও।
    ANS. ভার্মিফর্ম অ্যাপেনডিক্স, কক্সিস ইত্যাদি হল মানুষের নিষ্ক্রিয় অঙ্গ।

    4. গরম তরল স্যুপ কথাটির প্রবক্তা কে?
    ANS. জে.বি.এস. হ্যালডেন।

    5. কোয়াসারভেট মডেলের প্রবক্তা কে?
    [M.P., 19][MP '14] [MP '10]
    ANS. ওপারিন।

    6. মাইক্রোস্ফিয়ারের প্রবক্তা কে?
    ANS. সিডনি ফক্স।

    7. নগ্নজিনের রাসায়নিক প্রকৃতি কী ছিল?
    ANS. RNA.

    8. অভিব্যক্তির একক কে?
    ANS. পপুলেশন।

    9. ভাইসম্যান পরীক্ষার মাধ্যমে ল্যামার্কের কোন সূত্রকে মিথ্যা প্রমাণ করে?
    ANS. অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ।

    10. ল্যামার্কের লেখা বইটির নাম কী?
    ANS. ফিলোজফিক জুলজিক।

    11. ডারউইনের লেখা বইটির নাম কী?
    ANS. On the origin of species by Means of Natural Selection.

    12. মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে?
    ANS. হুগো দ্য ভিস।

    13. জার্মপ্লাজমবাদের প্রবক্তা কে?
    ANS. ভাইসম্যান।

    14. বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা কে?
    ANS. বিজ্ঞানী হেকেল।

    15. Chemical Evolution of Life কে ব্যাখ্যা করেছিলেন?
    ANS. ওপারিন।

    16. পাখির ডানা, পতঙ্গের ডানা, বাদুড়ের প্যাটাজিয়াম প্রভৃতি কোন ধরনের
    অঙ্গের উদাহরণ?
    ANS. সমবৃত্তীয় অঙ্গ।

    17. তিমির ফ্লিপার, মাছের পাখনা, পেঙ্গুইনের
    ডানা কি প্রকৃতির অঙ্গের উদাহরণ?
    ANS. সমসংস্থ অঙ্গ।

    18. সমসংস্থ অঙ্গ কোন ধরনের বিবর্তনকে দেখায়?
    ANS. অপসারী বিবর্তন।

    19. সমবৃত্তীয় অঙ্গ কোন ধরনের বিবর্তনের ধারাকে প্রকাশ করে?
    ANS. অভিসারী বিবর্তন।

    20. মায়োসিন যুগের ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম কী?
    ANS. Merichippus |

    21. ঘোড়ার আদি পূর্বপুরুষের নাম কী?
    ANS. ইওহিপ্পাস

    22. ঘোড়ার পূর্ব পুরুষের জীবাশ্মসমূহ অধিকাংশ কোথায় পাওয়া গিয়েছিল?
    ANS. ইউরেশিয়া।

    23. যোগ্যতমের উদবর্তন—বাস্তবে কে উল্লেখ করেছিলেন?
    ANS. হার্বার্ট স্পেনসার।

    24. একটি ব্যক্তবীজী জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও।
    ANS.গিঙ্গো বাইলোবা ও নিটম।

    25. কোন্ বৈশিষ্ট্য দেখে উভচরে অগ্রপদ ও পাখির ডানাকে সমসংস্থ অঙ্গ বলে
    চিহ্নিত করা যায়?
    ANS.অভ্যন্তরীণ হাড়ের গঠন কাঠামো।

    26. একটি অমেরুদণ্ডী জীবন্ত জীবাশ্মের নাম লেখো।
    ANS. পেরিপেটাস। 

    27. একটি মেরুদণ্ডী জীবন্ত জীবাশ্মের নাম লেখো।
    ANS.হংসচঞ।

    28. প্লাটিপাস কোন্ কোন্ শ্রেণির মধ্যে সংযোগস্থাপন করে?
    ANS.সরীসৃপ ও স্তন্যপায়ী।

    29. ‘জীবের জীবন কালে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ঘটে’—ল্যামার্কের এই
    মতবাদটি কে ভ্রান্ত প্রমাণ করে?
    ANS.ভাইসম্যান।

    30. ‘অস্তিত্বের জন্য সংগ্রাম’—কত প্রকার?
    ANS.তিনপ্রকারের।

    31. কোন্ দ্বীপের উদ্ভিদ ও প্রাণীর নমুনা পর্যবেক্ষণ করে ডারউইন প্রাকৃতিক
    নির্বাচন বাদ প্রবর্তন করে?
    ANS.গ্যালাপোগাস দ্বীপপুঞ্জ।

    32. ‘পক্ষী ও সরীসৃপের রূপান্তর’—এই উক্তিটি কোন্ বিজ্ঞানীর?
    ANS.T.H Huxley |

    33. জলের মাত্রা নিয়ন্ত্রণের জন্য উটের দেহে কী থাকে?
    ANS.বিশেষ ধরনের অ্যালবুমিন।

    34. নয়া ডারউইনবাদের মুখ্য প্রবক্তাদের নাম লেখো।
    ANS.গোল্ড স্মিথ, দ্র্য ভিস, ভাইসম্যান, হ্যালডেন।

    35. দুটি জীবগোষ্ঠীর বৈশিষ্ট্য বহনকারী জীবদের কী বলে?
    ANS. সংযোগস্থাপনকারি জীব।

    36. একটি প্রোটোবায়োন্টের উদাহরণ দাও।
    ANS.মাইক্রোস্ফিয়ার।

    37. কোন জাহাজে চড়ে ডারউইন বিভিন্ন দ্বীপ প্রদক্ষিণ করেছিলেন?
    ANS. H. M.S Beagle.

    38. জিমনোস্পার্ম জাতীয় উদ্ভিদ জীবন্ত জীবাশ্মের নাম করো।
    ANS.গিঙ্গো বাইলোবা ও সাইকাস রিভোলিউটা।

    39. কোন মহাযুগে মানুষের আবির্ভাব ঘটে?
    ANS.সিনোজোয়িক মহাযুগে।

    40. একটি মাছের জীবন্ত জীবাশ্মের নাম লেখো।
    ANS.সিলাকান্থ মাছ।

    41. উষাকালের ঘোড়া কাকে বলে?
    ANS.ইওহিপ্পাসকে বলে। (এদের অগ্রপদে 4টি ও পশ্চাদপদে 3টি আঙুল
    ছিল)

    42, অন্তর্বর্তী ঘোড়া কাকে বলে?
    ANS.মেসোহিপ্পাস। (এদের অগ্রপদে ও পশ্চাদপদে 3টি আঙুল থাকে)।

    43. রোমন্থক ঘোড়া কাকে বলে?
    ANS.মেরিচিপ্পাসকে বলে। (এদের পায়ের তৃতীয় আঙুলটি বেশ লম্বা ও
    চওড়া ছিল।

    44. ডারউইনের লেখা ‘দ্য অরিজিন অফ স্পিসিস’ বইটির অপর নাম কী ছিল?
    ANS.'The Preservation of Favoured Races in the struggle for
    life'

    45. ডারউইন ‘ভেদ’কে কী নামে অভিহিত করেছিলেন?
    ANS.প্রকৃতির খেলা।

    46. মানুষের নিষ্ক্রিয়অঙ্গ অ্যাপেনডিক্স কোন্ প্রাণীতে সক্রিয় অঙ্গ হিসেবে কাজ
    করে?
    ANS.গিনিপিগের সিকাম।

    47. মানুষের কঙ্কালতন্ত্রের সঙ্গে যুক্ত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো।
    ANS.কক্সিস।

    48. আনুমানিক কতদিন আগে জীবের উৎপত্তি ঘটেছিল?
    ANS.আনুমানিক 300 কোটি বছর আগে জীবের উৎপত্তি ঘটেছিল।

    49. জীবের উৎপত্তি সংক্রান্ত 'রাসায়নিক মতবাদ’ বা ‘রাসায়নিক বিবর্তনবাদের
    প্রবক্তা কে?
    ANS.রাসায়নিক বিবর্তনবাদের’ প্রবক্তা হলেন ওপারিন ও হ্যালডেন।

    50. জীবের প্রথম উৎপত্তি কোথায় ঘটেছিল?
    ANS.জীবের প্রথম উৎপত্তি সমুদ্রের জলে ঘটেছিল।

    51. প্রথম সৃষ্ট দুটি হাইড্রোকার্বনের নাম লেখো।
    ANS.প্রথম সৃষ্ট দুটি হাইড্রোকার্বন হল—মিথেন (CH4), অ্যাসিটিলিন(CH2) ইত্যাদি।

    52. কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তা কে?
    ANS.কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তা হলেন ওপারিন (1920)।

    53. অ্যামাইনো অ্যাসিড কীভাবে সৃষ্টি হয়েছিল।
    ANS.হাইড্রোকার্বন যৌগগুলি অ্যামোনিয়া ও জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যামাইনো অ্যাসিড গঠিত হয়েছিল।

    54. মাইক্রোস্ফিয়ার তত্ত্বের প্রবক্তা কে?
    ANS.মাইক্রোস্ফিয়ার তত্ত্বের প্রবক্তা হলেন বিজ্ঞানী ফক্স (1965)।

    55. মাইক্রোস্ফিয়ার কী?
    ANS.বিজ্ঞানী ফক্সের মতে মাইক্রোস্ফিয়ার হল অর্ধভেদ্য পর্দাবৃত প্রধানত
    প্রোটিনের একটি গঠন।

    56. ল্যামার্কের মতবাদ কোন্ গ্রন্থে প্রকাশিত হয়? বা ল্যামার্ক রচিত কোন্ গ্রন্থে
    তাঁর মতবাদ প্রকাশিত হয়?
    ANS.‘ফিলোজফিক জুওলজিক' (Philosophie Zoologique) নামক
    গ্রন্থে (1809) ল্যামার্কের মতবাদ প্রকাশিত হয়।

    57. কোনো অঙ্গের অধিক ব্যবহার বা অব্যবহারের ফলে জীবদেহে কী প্রভাব
    দেখা যায়?
    ANS.কোনো অঙ্গের অধিক ব্যবহার বা অব্যবহারের ফলে জীবদেহে পরিবর্তন গৃহীত হয়।

    58. ঘোড়ার আদি পূর্বপুরুষের নাম কী?
    ANS.ঘোড়ার আদি পূর্বপুরুষের নাম হল ইওহিপ্পাস।

    59. ইওহিপ্পাস কোন্ যুগের জীবাশ্ম ?
    ANS.ইওহিপ্পাস ইওসিন যুগের জীবাশ্ম।

    60. প্রত্নজীববিদ্যা কাকে বলে?
    ANS.জীবাশ্ম ঘটিত বিজ্ঞানকে প্রত্নজীববিদ্যা বা প্যালিওন্টোলজি বলে।

    61. প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা কে?
    ANS.প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা হলেন চার্লস রবার্ট ডারউইন।

    62. আধুনিক ঘোড়া ইকুয়াসের উৎপত্তির বিবর্তনগত ধারাবাহিক পর্যায়টি কী?
    ANS.ইকুয়াসের উৎপত্তির ধারাবাহিক পর্যায়টি হল— 
    ইওহিপ্পাস →মেসোহিপ্পাস → মেরিচিপ্পাস → প্লায়োহিপ্পাস → ইকুয়াস।

    63. হোমোলগি কাকে বলে?
    ANS.জীবের অভ্যন্তরীণ গঠন সাদৃশ্যযুক্ত সমরূপ অঙ্গের সৃষ্টির ঘটনাকে
    হোমোলজি বলে।

    64. কীরূপ বিবর্তনের ফলে সমসংস্থ অঙ্গের উদ্ভব ঘটে?
    ANS.অপসারী বিবর্তনের ফলে সমসংস্থ অঙ্গের উদ্ভব ঘটে।

    65. সমসংস্থ অঙ্গ কাকে বলে?
    ANS.যে উৎপত্তি ও গঠনগত ভাবে একই প্রকার কিন্তু কার্যগতভাবে ভিন্ন
    অঙ্গকে সমসংস্থ অঙ্গ বলে।

    66. সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে?
    ANS.উৎপত্তি ও গঠনগত ভাবে ভিন্ন কিন্তু কার্যগতভাবে একই প্রকারের অঙ্গকে সমবৃত্তীয় অঙ্গ বলে।

    67. কোন্ শ্রেণির প্রাণীর হৃৎপিণ্ড দু-প্রকোষ্ঠ যুক্ত?
    ANS.মৎস্য শ্রেণির প্রাণীর হৃৎপিণ্ড দু-প্রকোষ্ঠ যুক্ত হয়।

    68.কোন্ সরীসৃপের হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠযুক্ত ?
    ANS.কুমিরের হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠযুক্ত।

    69. দুটি অলিন্দ ও একটি নিলয় নিয়ে গঠিত হৃৎপিণ্ড দেখা যায় কোন্ শ্রেণির
    প্রাণীদের?
    ANS.উভচর শ্রেণির প্রাণীদের হৃৎপিণ্ড দুটি অলিন্দ ও একটি নিলয় নিয়ে
    গঠিত।

    70. কোন্ শ্রেণির প্রাণীদের হৃৎপিণ্ডে অর্ধবিভক্ত নিলয় দেখা যায়?
    ANS.সরীসৃপ শ্রেণির প্রাণীদের হৃৎপিণ্ডে অর্ধবিভক্ত নিলয় দেখা যায়।

    71. বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা কে?
    ANS.বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা হলেন বিজ্ঞানী আর্নেস্ট হেকেল।

    72. সম্পূর্ণরূপে চারপ্রকোষ্ঠ যুক্ত হৃৎপিণ্ড দেখা যায় কোন শ্রেণির প্রাণীদের ?
    ANS.পক্ষী ও স্তন্যপায়ী প্রাণীদের সম্পূর্ণরূপে চার প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড
    দেখা যায় ।

    73. বায়োজেনেটিক সূত্রের মূল বক্তব্যটি কী?
    ANS.বায়োজেনেটিক সূত্রের মূল বক্তব্যটি হল ‘ব্যক্তিজনি জীবজনি বা জাতিজনির পুনরাবৃত্তি ঘটায় (Ontogeny repeats Phylogeny)।

    74. Hot dilute Soup কোথায় সৃষ্টি হয়েছিল?
    ANS.Hot dilute soup সমুদ্রে সৃষ্টি হয়েছিল।

    75. কীরূপ বিবর্তনের ফলে সমসংস্থ অঙ্গের উৎপত্তি ঘটে?
    ANS.অভিসারী বিবর্তনের ফলে সমসংস্থ অঙ্গের উৎপত্তি ঘটে।

    76. মিউটেশন তত্ত্ব বা পরিব্যক্তি তত্ত্বের প্রবক্তা কে?
    ANS.মিউটেশন তত্ত্ব বা পরিব্যক্তি তত্ত্বের প্রবক্তা হলেন হুগো দ্য ভিস।

    77. জীবন্ত জীবাশ্ম কাকে বলে?
    ANS.যেসব জীবের পূর্বপুরুষরা বিলুপ্ত হয়ে গেছে কিন্তু তাদের অস্তিত্ব আজও বর্তমান, তাদের জীবন্ত জীবাশ্ম বলে।

    78. দুটি প্রাণী জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও।
    ANS.দুটি প্রাণী জীবন্ত জীবাশ্মের উদাহরণ হল সিলাকান্থ মাছ,পেরিপেটাস।

    79, ল্যামার্কের ‘অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ’ মতবাদটি কে ভুল বলে প্রমাণিত
    করেন?
    ANS.বিজ্ঞানী ভাইসম্যান এই মতবাদটি ভুল বলে প্রমাণিত করেন।

    ৪০. অ্যানিলিডা ও আর্থ্রোপোডা পর্বদ্বয়ের সংযোগী প্রাণীটির নাম কী?💥💥
    ANS.অ্যানিলিডা ও আর্থ্রোপোডা পর্বদ্বয়ের সংযোগী প্রাণীটির নাম হল পেরিপেটাস (Peripatus)।

    81. উদ্ভিদের দুটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও।
    ANS.কালকাসুন্দার স্ট্যামিনোড (পুংকেশর) এবং আদা, হলুদ প্রভৃতি ভূনিম্নস্থ কাণ্ডের শল্কপত্র।

    82. সরীসৃপ ও পক্ষীর সংযোগী জীবাশ্মটির নাম কী?💥
    ANS.সরীসৃপ ও পক্ষীর সংযোগী জীবাশ্মটির নাম হল আর্কিওপটেরিক্স।

    83. মানুষের চোখে অবস্থিত লুপ্তপ্রায় অঙ্গ কোন্‌টি?
    ANS.মানুষের চোখে অবস্থিত লুপ্তপ্রায় অঙ্গ হল নিকটিটেটিং পর্দা।

    84. একটি উদ্ভিজ্জ ও একটি প্রাণীজ মিসিং লিঙ্ক বা হৃতযোজকের নাম লেখো।💥💥
    ANS.একটি উদ্ভিজ্জ মিসিং লিঙ্ক হল টেরিডোস্পার্ম এবং একটি প্রাণীজ মিসিং লিঙ্ক হল আর্কিওপটেরিক্স।

    85. সরীসৃপ ও স্তন্যপায়ী শ্রেণির মধ্যে সংযোগী প্রাণী কোন্‌টি?💥💥
    ANS.সরীসৃপ ও স্তন্যপায়ী শ্রেণির মধ্যে সংযোগী প্রাণীটি হল হংসচঞ বা প্লাটিপাস।

    86. দুটি উদ্ভিজ জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও💥💥
    ANS.দুটি উদ্ভিজ জীবন্ত জীবাশ্মের উদাহরণ হল গিঙ্গো বাইলোবা(Ginkgo biloba)(ব্যক্তবীজী ও নিটাম এবং ইকুইজিটাম (টেরিডোফাইটা) ।

    87, যে সকল অঙ্গের উৎপত্তি ও গঠন এক কিন্তু কাজ ভিন্ন—তাদের কীরূপ অঙ্গ
    বলে?
    ANS.যে সকল অঙ্গের উৎপত্তি ও গঠন এক কিন্তু কাজ ভিন্ন তাদের সমসংস্থ অঙ্গ বা হোমোলোগাস অরগ্যান বলে।

    ৪৪. ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম কী?
    ANS. Equus equus

    89. একটি অমেরুদণ্ডী ও একটি মেরুদণ্ডী জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও।
    ANS.একটি অমেরুদণ্ডী জীবন্ত জীবাশ্ম হল রাজকাঁকড়া (Limulus) ও পরিপেটাস এবং
    একটি মেরুদণ্ডী জীবন্ত জীবাশ্ম হল— স্ফেনোডন (Sphenodon) নামক সরীসৃপ।

    90. যে সকল অঙ্গের উৎপত্তি ও গঠন ভিন্ন কিন্তু কাজ এক-তাদের কীরূপ অঙ্গ
    বলে?
    ANS.যে সকল অঙ্গের উৎপত্তি ও গঠন ভিন্ন কিন্তু কাজ এক তাদের সমবৃত্তীয় অঙ্গ বা অ্যানালোগাস অরগ্যান বলে।

    91. তিমির ফ্লিপার, ঘোড়ার অগ্রপদ ও মানুষের হাত কী প্রকার অঙ্গ?
    ANS.তিমির ফ্লিপার, ঘোড়ার অগ্রপদ ও মানুষের হাত সমসংস্থ অঙ্গ।

    92. পতঙ্গের ডানা ও পাখির ডানা কী প্রকার অঙ্গ?
    ANS.পতঙ্গের ডানা ও পাখির ডানা সমবৃত্তীয় অঙ্গ।

    93. পৃথিবী সৃষ্টি হয়েছিল কত বছর আগে?
    ANS.4.6 বিলিয়ন বছর আগে।

    94. ল্যামার্কবাদের একজন সমালোচকের নাম লেখো। [Bankura Zilla School]
    ANS.বিজ্ঞানী ওয়াইসম্যান।

    95. 'The Origin of Life' পুস্তকটির রচয়িতা কে?
    [Ramakrishna Mission Vidyalaya, Narendrapur]
    ANS.বিজ্ঞানী ওপারিন।

    96. উদ্ভিদের মিসিং লিংক-এর একটি উদাহরণ দাও। [Jalpaiguri Zilla School]
    ANS.টেরিডোস্পার্ম।

    97. মাছ ও কুমিরের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ সংখ্যা কত? [Sanskrit Collegiate School]
    ANS.মাছের প্রকোষ্ঠ সংখ্যা 2টি, কুমিরের প্রকোষ্ঠ সংখ্যা 4টি।

    98. উদ্ভিদের একটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও।
    [Purulia Zila School]
    ANS.নারকেলের পিস্টিলোড বা নিষ্ক্রিয় গর্ভকেশর।

    99. ল্যামার্কের লেখা অভিব্যক্তি সংক্রান্ত বইটির নাম লেখো। [AC Institution, Maldal
    ANS.ফিলোজফি জুওলজিক (Philosophie Zoologique)।

    100 ব্যক্তবীজী এবং গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে সংযোগরক্ষাকারী জীবাশ্ম উদ্ভিদটির নাম
    লেখো। 
    [AC Institution, Malda]
    ANS.নিটাম (Gnetum)।


    101. মানুষের অ্যাপেনডিক্স কোন্ অঙ্গের লুপ্তপ্রায় অবস্থা?
    [Purulia Municipal Manged High School]
    ANS.তৃণভোজী প্রাণী গিনিপিগ, গোরু ইত্যাদির দেহে সক্রিয় সিকাম অঙ্গের লুপ্তপ্রায় অবস্থা অ্যাপেনডিক্স।

    102. ডারউইন মতবাদ অনুযায়ী প্রজাতি সৃষ্টির জন্য কে দায়ী?
    [Bhagalpur Rk High School]
    ANS.যখন একটি বিশেষ জীবগোষ্ঠীর মধ্যে অনুকূল প্রকরণগুলি পুঞ্জীভূত হয় তখন উদ্বংশীয় জীব ও পূর্বপুরুষদের মধ্যে বৈসাদৃশ্য বেশি হয় সেক্ষেত্রেও কালক্রমে এক নতুন প্রজাতির উদ্ভব ঘটে।

    103. ঘোড়ার বিবর্তনের একটি উল্লেখযোগ্য পরিবর্তন উল্লেখ করো।
    [Changdoba High School]
    ANS.শক্ত ভূমিতে দৌড়ানোর জন্য শক্ত খুরের আবির্ভাব হয়েছে।

    104. মানুষের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো।
    [Bidhannagr Govt. spons. Boys HS]
    ANS.অ্যাপেনডিক্স।

    105. কোন্ গ্রন্থে ডারউইনবাদ প্রকাশিত হয়? বা ডারউইন রচিত কোন্ গ্রন্থে তাঁর মতবাদ প্রকাশিত হয়?
    [Bankura Christian Collegiate School,
    Govt. Sponsored Multipurpose School (Boys), Taki House)
    ANS.ডারউইন রচিত বিবর্তন সংক্রান্ত গ্রন্থটি হল— 'On the Origin of Species by means of Natural Selection'।

    106. হট ডাইলুট স্যুপ কথাটি প্রথম কে বলেন? [Krishnanagar Collegiate School]
    ANS.হ্যালডেন।


    Read more.  Click here 























    No comments

    ALL ABTA TEST PAPER 2023-24 PAGES SOLUTIONS at free of cost.

    MADHYAMIK ABTA 24 LIFE SCIENCE PAGE 141 | MADHYAMIK ABTA TEST PAPER SOLUTION 24 |

                            MADHYAMIK                 ABTA TEST PAPER 23-24                LIFE SCIENCE PAGE 141                          SOLUTION 

    Powered by Blogger.